Home আপডেট Mamata Banerjee injury update: আগের থেকে ভালো আছেন মমতা, কমেছে ব্যথা, ৪টি সেলাই কাটা হতে পারে সোমবারই

Mamata Banerjee injury update: আগের থেকে ভালো আছেন মমতা, কমেছে ব্যথা, ৪টি সেলাই কাটা হতে পারে সোমবারই

Mamata Banerjee injury update: আগের থেকে ভালো আছেন মমতা, কমেছে ব্যথা, ৪টি সেলাই কাটা হতে পারে সোমবারই

[ad_1]

চোট পাওয়ার পর থেকে বাড়িতেই আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসকেএম হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে বাড়ি ফিরে আর জনসমক্ষে আসেননি। লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেলেও বাড়ি থেকে বের হননি। বাড়িতেই তাঁর চিকিৎসা চলছে। চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে আছেন। একটি মহলের তরফে দাবি করা হয়েছে, এখন অনেকটাই সুস্থ বোধ করছেন মুখ্যমন্ত্রী। প্রাথমিকভাবে যে ধাক্কা লেগেছিল, সেটা অনেকটাই কাটিয়ে উঠেছেন। ওষুধ চলছে। ব্যথাও কিছুটা কম আছে। আর সবকিছু ঠিকঠাক থাকলে সোমবারই মুখ্যমন্ত্রীর সেলাই কাটা হতে পারে। তাঁর কপালে তিনটি সেলাই এবং নাকে একটি সেলাই পড়েছে। সেগুলিই কাটা হতে পারে সোমবার। এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সোমবারই মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা দেখে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে একটি মহলের তরফে দাবি করা হয়েছে।

গত বৃহস্পতিবার কালীঘাটে বাড়ির চত্বরেই পড়ে গিয়ে চোট পান মুখ্যমন্ত্রী। তাঁর কপালে গভীর ক্ষত তৈরি হয়। তৃণমূলের তরফে যে ছবি পোস্ট করা হয়েছিল, তাতে দেখা গিয়েছিল যে কপাল থেকে রক্ত গড়িয়ে পড়ছে। যে ক্ষত তৈরি হয়েছে, তা যথেষ্ট গভীর বলে মনে হচ্ছিল। সেই পরিস্থিতিতে তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সেদিন তাঁকে এসএসকেএম হাসপাতালে থাকার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। তবে মুখ্যমন্ত্রী নিজে হাসপাতালে থাকতে চাননি। তাই রাতেই বাড়ি ফিরে আসেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: WB Weather Special Bulletin by IMD: ৬০ কিমিতে ঝড়, শিলাবৃষ্টি, ঝমঝমিয়ে বৃষ্টি-সোম থেকে বৃহস্পতি পর্যন্ত ভিজবে বাংলা!

মমতা বাড়ি চলে যাওয়ার পরে এসএসকেএমের সুপার মণিময় বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বাড়ির পরিসরের মধ্যেই পড়ে যান মুখ্যমন্ত্রী। মাথায় আঘাতের ফলে ব্যথা ছিল। কপাল ও নাকে গভীর ক্ষত হয়। প্রাথমিকভাবে তাঁর চিকিৎসা করেন নিউরোসার্জেন, কার্ডিয়োলজিস্টরা। মুখ্যমন্ত্রীর কপালে তিনটি সেলাই ও নাকে একটি সেলাই করা হয়েছে। পর্যবেক্ষণের জন্য মমতাকে হাসপাতালে থাকার পরামর্শ দেওয়া হয়েছিল। তবে মুখ্যমন্ত্রী বাড়ি যেতে চাইছিলেন বলে জানান এসএসকেএমের সুপার।

আরও পড়ুন: Vande Bharat Express timetable change: ৪৫ মিনিট লেটে ছাড়বে বাংলার বন্দে ভারত, আর কোন কোন ট্রেনের টাইমটেবিল পালটাচ্ছে?

কবে থেকে লোকসভা ভোটের প্রচার শুরু করবেন?

লোকসভা ভোটের জন্য কবে থেকে প্রচারের ময়দানে নামবেন তৃণমূল সুপ্রিমো, তা নিয়ে রাজ্যের শাসক দলের তরফে আপাতত সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে শনিবার লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে তৃণমূল নেতা কুণাল ঘোষ ইঙ্গিত দিয়েছিলেন যে দ্রুত ময়দানে ফিরবেন মমতা। কিছুটা সুস্থ হয়েই প্রচার শুরু করবেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: Bengal news updates: বানতলায় ভয়াবহ আগুন, শুভেন্দুকে ‘ব্যানের’ আর্জি- কী কী ঘটনা ঘটল? গান্ধীগিরি রচনার

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here