Home আপডেট Mamata Banerjee on Ram Mandir Inauguration:রামমন্দির উদ্বোধনের দিন মন্দির, মসজিদ, গুরুদ্বার ঘুরে সংহতি মিছিলের ডাক মমতার

Mamata Banerjee on Ram Mandir Inauguration:রামমন্দির উদ্বোধনের দিন মন্দির, মসজিদ, গুরুদ্বার ঘুরে সংহতি মিছিলের ডাক মমতার

Mamata Banerjee on Ram Mandir Inauguration:রামমন্দির উদ্বোধনের দিন মন্দির, মসজিদ, গুরুদ্বার ঘুরে সংহতি মিছিলের ডাক মমতার

[ad_1]

অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন তৃণমূলের সংহতি মিছিলের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২২ জানুয়ারি কালীঘাট মন্দির থেকে শুরু করে বিভিন্ন মন্দির-মসজিদ-গুরুদ্বার ঘুরে হবে সর্বধর্ম সমন্বয় মিছিল জানালেন মমতা। একই সঙ্গে ব্লকে ব্লকেও ওদিন মিছিলের আয়োজন করা হয়েছে। 

একনজরে দেখা নেওয়া যাক মমতা কী কী কর্মসূচি ঘোষণা করলেন

১) অনেকেই আমাকে বিভিন্ন মন্দির সম্পর্কে জিজ্ঞাসা করেছেন, কিন্তু আমার কিছু বলার নেই। আমি সব সময় বলে এসেছি, ‘ধর্ম যার যার উৎসব সবার’ 

২) আমি ২২জানুয়ারি একটি মিছিল করব। এটি কালী মন্দির থেকে শুরু হবে, যেখানে কেবল আমি মা কালীর কাছে প্রার্থনা করতে যাব। এরপর আমরা হাজরা থেকে পার্ক সার্কাস ময়দান পর্যন্ত একটি সর্বধর্ম সমন্বয় মিছিল করব এবং সেখানে একটি সভা করব। পথে মসজিদ, মন্দির, গির্জা এবং গুরুদ্বারগুলি ঘুরে মিছিল যাবে। এই মিছিলে যোগদানের জন্য সবাইকে স্বাগত জানানো হচ্ছে। এই মিছিলে সব ধর্মের মানুষ থাকবেন

৩) একই দিনে আমার দলের সদস্যরা প্রতিটি ব্লকে, প্রতিটি জেলায় বিকেল ৩টেতে সমাবেশ করবেন।

৪) ২০ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দলের পক্ষ থেকে প্রতিটি ভোটকেন্দ্রে ক্যাম্প করব যেখানে আমাদের তিনজন কর্মী উপস্থিত থাকবেন। মানুষ যদি আমাদের কল্যাণমূলক প্রকল্পগুলির সুবিধা না পেয়ে থাকেন, তবে তাঁরা তাঁদের নাম এই ক্যাম্পে নথিভুক্ত করবেন। এটি ‘জন সংযোগ ’কর্মসূচির ব্যানারে হবে।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here