Home আপডেট Mamata Banerjee vs Narendra Modi: মোদীর মেট্রো উদ্বোধনের সময়টাই ‘মানুষের জন্য’ বড় ঘোষণা করার জন্য বেছে নিলেন মমতা

Mamata Banerjee vs Narendra Modi: মোদীর মেট্রো উদ্বোধনের সময়টাই ‘মানুষের জন্য’ বড় ঘোষণা করার জন্য বেছে নিলেন মমতা

Mamata Banerjee vs Narendra Modi: মোদীর মেট্রো উদ্বোধনের সময়টাই ‘মানুষের জন্য’ বড় ঘোষণা করার জন্য বেছে নিলেন মমতা

[ad_1]

‘আগামিকাল সাধারণ মানুষের জ্ঞাতার্থে একটি বিশেষ ঘোষণা, সময়- সকাল ১০ টা’- মঙ্গলবার রাত ১০ টা ২ মিনিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজ থেকে এমনই একটি পোস্ট ভেসে উঠল। তাৎপর্যপূর্ণভাবে এমন একটা সময় বেছে নেওয়া হয়েছে, যে সময় কলকাতার এসপ্ল্যানেডে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল ১০ টা নাগাদই ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অংশ, জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরের তারাতলা থেকে মাঝেরহাট অংশ এবং নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডরের নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত অংশের উদ্বোধন করবেন। সেই পরিস্থিতিতে বুধবার সকালে যে একটা আবহ তৈরি হবে, সেটা হল – মমতা বনাম মোদী।

কিন্তু কী বিশেষ ঘোষণা করবেন মমতা, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে টুঁ শব্দ করা হয়নি। যদিও সংশ্লিষ্ট মহলের ধারণা, মহিলাদের নিয়ে কোনও প্রকল্পের ঘোষণা করতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।কারণ সন্দেশখালির ঘটনার পর প্রবল চাপে আছে তৃণমূল। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রীর মতো বিভিন্ন প্রকল্পের কারণে যে মহিলা ভোটব্যাঙ্ক টানতে সক্ষম হয়েছিল রাজ্যের শাসক দল, সন্দেশখালির ঘটনার পরে তাতে ধস নামতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। 

আরও পড়ুন: Howrah Maidan to Esplanade metro timings: ১০ মিনিট ছাড়াই মেট্রো চলবে হাওড়া ময়দান-এসপ্ল্যানেডে! কখন থেকে শুরু? কখন শেষ?

শুধু তাই নয়, বুধবারই বারাসতে সভা করতে চলেছেন মোদী। সেখানে সন্দেশখালির নির্যাতিতারা থাকতে পারেন। ফলে সন্দেশখালির ঘটনা নিয়ে বিজেপি যে ঝড় তোলার চেষ্টা করছে, সেটা তৃণমূলের শীর্ষস্তরের নেতারাও ভালোভাবে জানেন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তাঁদের মতে, সেইসব পরিস্থিতি বিবেচনা করে মহিলাদের আস্থা ফিরে পেতে নয়া কোনও প্রকল্পের ঘোষণা করতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: PM Modi in Kolkata: দিদির শরীর কেমন? কলকাতায় এসে খোঁজ নিলেন মোদী, গেলেন রামকৃষ্ণ মঠের সভাপতিকে দেখতে

(বিস্তারিত পরে আসছে)

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here