Home আপডেট যোগীকে চ্যালেঞ্জ দিতে আসরে মমতা, উত্তরপ্রদেশে বিজেপি জমানার অবসান করতে একাধিক সফর

যোগীকে চ্যালেঞ্জ দিতে আসরে মমতা, উত্তরপ্রদেশে বিজেপি জমানার অবসান করতে একাধিক সফর

যোগীকে চ্যালেঞ্জ দিতে আসরে মমতা, উত্তরপ্রদেশে বিজেপি জমানার অবসান করতে একাধিক সফর

সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর কুর্সি থেকে সরাতে আদাজল খেয়ে আসরে ঝাঁপিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরা। বাংলায় ধর্মের বিষ ছড়িয়ে হিন্দু-মুসলিম বিভাজন করে রাজনৈতিক ফায়দা তুলতে আসরে নামিয়েছিলেন হিন্দুত্বের পোস্টার বয় তথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। বাংলার বিভিন্ন জেলায় একাধিক সভাও করেছিলেন তিনি। যদিও কোনও লাভ হয়নি। এবার সেই যোগী আদিত্যনাথকে লখনউয়ের কুর্সি থেকে হঠাতে উত্তরপ্রদেশে হানা দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বছর উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে অখিলেশ যাদবের দলের হয়ে তো প্রচার করবেনই, তার আগে একাধিকবার হানা দিয়ে যোগী সরকারের ‘মুখোশ’ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ‘উত্তরপ্রদেশে আগামী বছরের গোড়ার দিকে বিধানসভা ভোট হলেও, তার আগে একাধিকবার যোগী রাজ্যে হানা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনায় মৃতের সংখ্যা ধামাচাপা দেওয়া হোক কিংবা ভুয়ো এনকাউন্টার তা নিয়ে যেমন সরব হবেন তৃণমূল সুপ্রিমো, তেমনই বাংলায় তাঁর শাসনকালে হিন্দুদের উপরে লাগাতার নির্যাতন চলছে বলে বিজেপি যে ভিত্তিহীন কু‍ৎসা চালাচ্ছে, তাও তথ্য সহকারে তুলে ধরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দিকে বাঙালি ভোটাররা যে সব এলাকায় পর্যাপ্ত সংখ্যায় রয়েছেন, সেই বারাণসী, প্রয়াগরাজ (এলাহাবাদ), কানপুর সহ আরও কয়েকটি শহরে যাবেন। পরে অন্য শহরগুলিতে। ইতিমধ্যেই মমতার উত্তরপ্রদেশ সফর এবং তার প্রচার কর্মসূচির ছক তৈরির কাজ শুরু করে দিয়েছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর।’

তৃণমূল সূত্রে আরও খবর, নবান্নে বৈঠকের সময়েই উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে প্রার্থী দেওয়ার জন্য মমতাকে অনুরোধ জানিয়েছিলেন কৃষক আন্দোলনের অন্যতম নেতা রাকেশ টিকাইত। এমনকী নিজেও তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়ানোর ইচ্ছেপ্রকাশ করেছিলেন। কিন্তু তা খারিজ করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ‘উত্তরপ্রদেশে বিজেপি জমানার অবসান ঘটাতে হলে বিরোধীদের মধ্যে যত সম্ভব ভোট কাটাকাটি এড়াতে হবে। তাই প্রার্থী দিয়ে বিজেপি’র সুবিধা করে দেওয়ার কোনও অর্থ নেই।’ উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে অখিলেশ যাদব ও তেজস্বী যাদবের দলের প্রার্থীদের হয়ে প্রচার করবেন বলেও রাকেশ টিকাইতকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মমতা।