Home আপডেট “কিসান নিধি “র টাকা চেয়ে মোদী কে চিঠি মমতার

“কিসান নিধি “র টাকা চেয়ে মোদী কে চিঠি মমতার

“কিসান নিধি “র টাকা চেয়ে মোদী কে চিঠি মমতার

বাংলার মানুষকে প্রধানমন্ত্রী তথা কেন্দ্রের একাধিক প্রকল্পের সুবিধা পেতে দিচ্ছেন না মমতা ব্যানার্জি, এ ছিল নির্বাচনী প্রচারে বিজেপির বড় ইস্যু। নরেন্দ্র মোদি নিজে এসে বলে গেছিলেন, মমতা ঠিকমতো তথ্য পেশ করছেন না তাই পিএম কিসান নিধির ১৮ হাজার টাকা থেকে বঞ্চিত হচ্ছে বাংলার কৃষককুল। তৃতীয়বার ক্ষমতায় এসেই সেই ইস্যুতেই কেন্দ্রের ওপর চাপ সৃষ্টি করলেন মুখ্যমন্ত্রী। চিঠি পাঠালেন প্রধানমন্ত্রীকে।
যাবতীয় প্রয়োজনীয় তথ্য দিয়ে মমতা লিখলেন, এবার তো পিএম-কিসান নিধির টাকা দেওয়া হোক পশ্চিমবঙ্গকে। এ নিয়ে অবশ্য আগেও সোচ্চার হয়েছিলেন তিনি। এবার চিঠিতে পরিসংখ্যান তুলে ধরে বললেন, কিসান নিধির অর্থ পেতে রাজ্যের ২১.৭৯ লক্ষ নাম পাঠানো হয়েছিল রাজ্যের তরফে। কিন্তু কেন্দ্র নথিভুক্ত করেছে মাত্র ৯.৮৪ লক্ষ মানুষের নাম। নির্বাচনী প্রচারে ওই ১৮ হাজার টাকা দেওয়ার এতবার আশ্বাস দিয়েছেন মোদি-শাহরা। এবার প্রতিশ্রুতি পালন হোক, দাবি মমতার।
চিঠিতে প্রধানমন্ত্রীর প্রকল্পের সঙ্গে তাঁর চালু করা কৃষকবন্ধু প্রকল্পের তুলনা করে মমতা বোঝাতে চেয়েছেন তাঁর প্রকল্পে উপকৃত হয়েছেন অনেক বেশি মানুষ। চিঠিতে উল্লেখ করা পরিসংখ্যানের হিসেবে ৫৭.৬৭ লক্ষ। কৃষকবন্ধু প্রকল্প নিয়ে কটাক্ষ না করে প্রশংসা করা উচিত কেন্দ্রের, বলেছেন মমতা। মুখ্যমন্ত্রী হওয়ার তাঁকে শুভেচ্ছা পাঠিয়েছিলেন মোদি, পালটা ধন্যবাদ জানিয়েছেন মমতাও। তবে এবার সৌজন্যের পালা শেষ, শুরু দাবি-দাওয়া।