Home আপডেট Mamata speech LIVE: ‘বাংলার শিল্পের হাওয়া বইছে, চাকরির অভাব হবে না’, বললেন মমতা

Mamata speech LIVE: ‘বাংলার শিল্পের হাওয়া বইছে, চাকরির অভাব হবে না’, বললেন মমতা

Mamata speech LIVE: ‘বাংলার শিল্পের হাওয়া বইছে, চাকরির অভাব হবে না’, বললেন মমতা

[ad_1]

পূর্ব মেদিনীপুরের পরে আজ পশ্চিম মেদিনীপুরের সরকারি অনুষ্ঠানে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট ময়দান থেকে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের পাশাপাশি লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী কী বলেন, সেদিকেও নজর আছে রাজনৈতিক মহলের। 

মমতা বন্দ্যোপাধ্যায় কী কী বলছেন? দেখে নিন লাইভ আপডেট

– মমতা: বাংলায় চাকরির অভাব হবে না। বাংলার সব জায়গায় শিল্পের হাওয়া বইছে।

– মমতা: মানুষ বিপদে পড়লে খোঁজ নেয় না ওরা। বন্যা হলে খোঁজ নেয় না ওরা। রেলের দুর্ঘটনা হলে খোঁজ নেয় না ওরা।

– মমতা: আমরা ব্রিগেডে একটা সভা ডেকেছি। বাংলার গর্জন। বাংলাকে কেন বঞ্চিত করা হচ্ছে? বাংলাকে কেন ১০০ দিনের কাজের টাকা দেওয়া হচ্ছে না? কেন টাকা দেওয়া হচ্ছে না?

– মমতা: লক্ষ্মীর ভাণ্ডার যখন করেছিলাম। তখন কেউ ভাবতে পারেননি। আজ দেখলাম যে দিল্লিও লক্ষ্মীর ভাণ্ডারের মতো শুরু করেছে।

– মমতা: দিল্লির ভিক্ষা চাই না আমরা। ঘাটাল মাস্টারপ্ল্যান আমরাই করব।

আরও পড়ুন: ‘অনেকে গদ্দারদের সঙ্গে যোগাযোগ রাখছে’‌, সভা থেকে নেতা–কর্মীদের সতর্ক করলেন মমতা

(বিস্তারিত পরে আসছে)

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here