Home আপডেট Mamata’s tips to battle negativity: ‘নেগেটিভ কথা বললে পজিটিভ ভাইব্রেশন নষ্ট হয়’, ইতিবাচক হওয়ার শিক্ষা দিলেন মমতা

Mamata’s tips to battle negativity: ‘নেগেটিভ কথা বললে পজিটিভ ভাইব্রেশন নষ্ট হয়’, ইতিবাচক হওয়ার শিক্ষা দিলেন মমতা

Mamata’s tips to battle negativity: ‘নেগেটিভ কথা বললে পজিটিভ ভাইব্রেশন নষ্ট হয়’, ইতিবাচক হওয়ার শিক্ষা দিলেন মমতা

[ad_1]

নেতিবাচকতার মধ্যেও কীভাবে ইতিবাচক থাকা যায়, সেই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে বিভিন্ন জনকল্যাণমূলক পরিষেবা প্রদান অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা রাজনীতি কম করি। আমরা উন্নতি বেশি করি। রাজনীতি ছিল, আছে, থাকবে। শুধু কুৎসা নয়। শুধু গালাগালি নয়। শুধু অপপ্রচার নয়। খারাপ কথা বললে মন খারাপ হয়। খারাপ কথা বললে পজিটিভ ভাইব্রেশন নষ্ট নয়। আমি সবাইকে বলব, অলওয়েজ বি পজিটিভ (সবসময় ইতিবাচক থাকতে হবে)।’

সেই রেশ ধরেই মমতা আরও বলেন, ‘থিঙ্ক পজিটিভ (ইতিবাচক ভাবনাচিন্তা করতে হবে)। স্পিক পজিটিভ (ইতিবাচক কথা বলতে হবে)। লিসেন পজিটিভ (ইতিবাচক কথা শুনতে হবে)। লার্ন পজিটিভ (ইতিবাচক বিষয় শিখতে হবে)। ওয়ার্ক পজিটিভ (ইতিবাচকতা বজায় রেখে কাজ করতে হবে)। হার্ট পজিটিভ (হৃদয়ের দিক থেকে সবসময় ইতিবাচক থাকতে হবে)। মাইন্ড পজিটিভ (মানসিকভাবে সবসময় ইতিবাচক থাকতে হবে)। (ইফ) এভরিথিং ইজ পজিটিভ, ইউ উইল বি পজিটিভ অলসো। দেখবেন, যে খায় চিনি, তাকে জোগায় চিন্তামণি।’

আরও পড়ুন: Industrial investment in North Bengal: কার্শিয়াঙে ২ শিল্পপার্ক, ১-২ বছরে উত্তরবঙ্গে আসবে ২৪,০০০ কোটি টাকার বিনিয়োগ

শিলিগুড়ির সভায় আর কী কী করলেন মমতা?

১) মঙ্গলবার পশ্চিমবঙ্গের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানান, আজ রাজ্যের দুটি বড় প্রকল্প তথা কৃষকবন্ধু এবং সবুজসাথী প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী। যে কৃষকবন্ধু প্রকল্পের আওতায় কৃষকদের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে। আর সবুজসাথী প্রকল্পের আওতায় পড়ুয়াদের সাইকেল প্রদান করছে রাজ্য সরকার।

২) মমতা জানান, আজ মোট ৪৭টি প্রকল্পের উদ্বোধন করা হল। সেটার জন্য খরচ হবে ১,১৪৯.১২ কোটি টাকার বেশি। শিলান্যাস হল প্রায় ১৫০ কোটি টাকার প্রকল্পের।

আরও পড়ুন: Mamata on free ration: লোকসভা ভোটে জিতলে ‘ফ্রি’ রেশনের প্রতিশ্রুতি ভুলবে বিজেপি, মোদীকে নিশানা মমতার

৩) মমতা জানান, মাটিগাড়ায় ক্যানসার কেয়ার হাসপাতাল তৈরি হচ্ছে। ৫১১ কোটি টাকায় শিলিগুড়ি পুরনিগমের অধীনে জলপ্রকল্পের সম্প্রসারণ করছে রাজ্য। আজকের এই অনুষ্ঠান থেকে ১২,০০০ মানুষের কাছে সরাসরি কোনও না কোনও পরিষেবা পৌঁছে দিচ্ছি।

৪) মুখ্যমন্ত্রী দাবি করেন, আগামী ১৫ ডিসেম্বর থেকে ফের দুয়ারে শিবিরের কর্মসূচি চালু হচ্ছে। চলবে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত। যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী বা জাতিগত শংসাপত্র পাননি, তাঁরা আবেদন করতে পারবেন।

৫) মমতা বলেন, ‘আমার কাছে খবর আছে, দু’একজন বিএলআরও কিছু-কিছু দুষ্টু লোকের সঙ্গে মিলে জমির নানারকম কেনাবেচার সঙ্গে জড়িয়ে পড়েছেন।’ ওই আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মমতা। তাঁর হুঁশিয়ারি, কাউকে রেয়াত করা হবে না।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here