Home খেলাধুলো যুব বিশ্বকাপ ক্রিকেটে আফগানিস্তান-পাকিস্তান ম্যাচে মানকাড়িং’র ছায়া

যুব বিশ্বকাপ ক্রিকেটে আফগানিস্তান-পাকিস্তান ম্যাচে মানকাড়িং’র ছায়া

যুব বিশ্বকাপ ক্রিকেটে আফগানিস্তান-পাকিস্তান ম্যাচে মানকাড়িং’র ছায়া

 

বিশ্বক্রিকেটের ইতিহাসে সবথেকে লজ্জাজনক আউট হল মানকড় আউট। প্রসঙ্গত গত আইপিএলে ‘মানকড় আউট’ করে প্রবলভাবে নিন্দিত হয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। এবার সেই ছায়া এসে পড়ল যুবা ক্রিকেটের বিশ্বকাপেও।

উল্লেখ্য ২০১৬ যুব বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা ‘মানকড় আউট’ করেছিলেন। এবার বিতর্কিত ‘মানকড় আউটের’ ঘটনার জন্য দায়ী থাকলেন আফগানিস্তানের যুবারা। যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল পাকিস্তান-আফগানিস্তান।

বেনোনিতে আগে ব্যাট করে ১৮৯ রানে শেষ হয়ে যায় আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। জবাবে পাকিস্তান দারুণ ব্যাটিং করছিল। ওপেনার হুরাইরা ব্যাট করছিলেন ৬৪ রানে। জয়ের জন্য ১৩৪ বলে পাকিস্তানের দরকার ছিল ৬৩ রান, হাতে তখন ও ৭ উইকেট বাকি । এমন সময় ডেলিভারি করতে গিয়ে নূর হুরাইরাকে মানকড় আউট করেন!
তারপরেও পাকিস্তান ৬ উইকেটে জিতে গেছে। কিন্তু এই আউটের নিয়ম নিয়ে আবারও বিতর্ক শুরু হয়েছে।