Home লাইফস্টাইল মিজেলস এবং রুবেলা দূরীকরণে ওয়েস্ট বেঙ্গল একাডেমী অফ পেডিয়াট্রিক্সের উদ্যোগ

মিজেলস এবং রুবেলা দূরীকরণে ওয়েস্ট বেঙ্গল একাডেমী অফ পেডিয়াট্রিক্সের উদ্যোগ

মিজেলস এবং রুবেলা দূরীকরণে ওয়েস্ট বেঙ্গল একাডেমী অফ পেডিয়াট্রিক্সের উদ্যোগ
ছবি সৌজন্য :- অনুষ্টুপ ভট্টাচার্য

হাম (মিজেলস) এবং রুবেলা নামক ভাইরাসঘটিত অসুখকে রাজ্য থেকে চিরতরে নিশ্চিন্ন করতে রাজ্য সরকারের পাশাপাশি উদ্যোগ নিয়েছে শিশু রোগ বিশেষজ্ঞদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল একাডেমী অফ পেডিয়াট্রিক্স। এই রোগের চিকিৎসার্থে আনা মিজেলস রুবেলা ভ্যাক্সিন নিয়ে এদিনের আলোচনাসভায় বিস্তারিত আলোচনা করা হয় । রাজ্যে ৯মাস – ১৫বছর বয়সী ২.৫৪ কোটি শিশুদের এই ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা রয়েছে।সেকথাই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ইউনিসেফের ডঃ সুরেশ ঠাকুর, ডাঃ কনিনিকা মিত্র, হু- র পক্ষে ডাঃ দেবাশীষ রায়, ওয়েস্ট বেঙ্গল একাডেমী অফ পেডিয়াট্রিক্স এর ডাঃ অরুন মাঙ্গলিক, ডাঃ পল্লব চ্যাটার্জী ও ডাঃ মৌসুমী নন্দী প্রমুখের তরফে জানানো হয়।

হাম ও রুবেলা দুটি ভাইরাস বাতাস বাহিত ছোঁয়াচে অসুখ। বছরে বিশ্বে প্রায় ১,৩৪,২০০শিশুর মৃত্যু হয় মিজেলসে আক্রান্ত হয়ে। যাদের অধিকাংশের বয়স ৫ বছরের মধ্যে। ভারতে ৪৯,২০০ শিশু এই রোগে বছরে মারা যান।