Home আপডেট Metro for Kolkata Book Fair on Sunday: বইমেলার জন্য রবিবারও চলবে ইস্ট-ওয়েস্ট মেট্রো! কখন থেকে শুরু? রাতে কতক্ষণ পাবেন?

Metro for Kolkata Book Fair on Sunday: বইমেলার জন্য রবিবারও চলবে ইস্ট-ওয়েস্ট মেট্রো! কখন থেকে শুরু? রাতে কতক্ষণ পাবেন?

Metro for Kolkata Book Fair on Sunday: বইমেলার জন্য রবিবারও চলবে ইস্ট-ওয়েস্ট মেট্রো! কখন থেকে শুরু? রাতে কতক্ষণ পাবেন?

[ad_1]

অনেকেই ছুটির দিনে কলকাতা বইমেলায় যাওয়ার পরিকল্পনা করে রেখেছেন। এখন যেহেতু শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলাচল করে, তাই মেট্রোয় চেপে বইমেলায় যাবেন বলে ঠিক করেছেন অনেকেই। কিন্তু রবিবার (২১ জানুয়ারি) কি আদৌও ইস্ট-ওয়েস্ট মেট্রো চলবে? কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে রবিবার ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরে পরিষেবা মিলবে। সেক্ষেত্রে কখন ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরে পরিষেবা শুরু হবে, কখন শেষ মেট্রো মিলবে, কতক্ষণের ব্যবধানে মেট্রো আসবে, কতগুলি মেট্রো চালানো হবে, তা দেখে নিন।

২১ জানুয়ারি ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের পরিষেবা

কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রবিবার (২১ জানুয়ারি) ইস্ট-ওয়েস্ট করিডরে মোট ৮০টি মেট্রো চালানো হবে। শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভের দিকে ৪০টি মেট্রো চলবে। আর সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদায় ৪০টি মেট্রো আসবে। বেলা ১২ টা ৫৫ মিনিট থেকে পরিষেবা শুরু হবে। মেট্রো চলবে রাত ১০ টা পর্যন্ত। দুপুর ২ টো ৫৫ মিনিট থেকে রাত ৯ টা ১৯ মিনিট পর্যন্ত ১২ মিনিটের ব্যবধানে মেট্রো মিলবে।

আরও পড়ুন: Mamata Banerjee’s books: ২০০-র কাছে যাচ্ছে মমতার বইয়ের সংখ্যা! এবার বেরোবে গুজরাটিতেও, প্রথম বই কোনটা?

ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরে প্রথম মেট্রোর সময় (২১ জানুয়ারি)

১) শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ: বেলা ১২ টা ৫৫ মিনিট।

২) সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা: দুপুর ১ টা।

ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরে শেষ মেট্রোর সময় (২১ জানুয়ারি)

১) শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ: রাত ৯ টা ৩৫ মিনিট।

২) সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা: রাত ৯ টা ৪০ মিনিট।

২৮ জানুয়ারিও কি ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরে পরিষেবা মিলবে?

তবে শুধু ২১ জানুয়ারি নয়, কলকাতা বইমেলা উপলক্ষ্যে পরের সপ্তাহের রবিবারও (২৮ জানুয়ারি) ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরে পরিষেবা মিলবে। ২১ জানুয়ারি যে সূচি অনুযায়ী মেট্রো চলবে, ২৮ জানুয়ারিও সেই টাইমটেবিল মেনে পরিষেবা চালু রাখা হবে বলে কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন: Kolkata Airport Metro Station: সেজে উঠছে কলকাতা এয়ারপোর্ট মেট্রো স্টেশন, দেখে নিন চমকে দেওয়া ছবি

২০২৪ সালে কতদিন কলকাতা বইমেলা চলবে? 

পাবলিশার্স অ্যান্ড বুকসেলার গিল্ডের তরফে জানানো হয়েছে, এবার বইমেলা শুরু হয়েছে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) পর্যন্ত। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে বইমেলা। সল্টলেকের করুণাময়ীর সেন্ট্রাল পার্কে কলকাতা বইমেলা হচ্ছে।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here