Home আপডেট Metro Under Ganga: ‘মজা’ নিতেও ভিড় বাড়ছে গঙ্গার নীচে মেট্রোতে, কাতারে কাতারে যাত্রী, যেন জয়রাইড! নাজেহাল অফিসযাত্রীরা

Metro Under Ganga: ‘মজা’ নিতেও ভিড় বাড়ছে গঙ্গার নীচে মেট্রোতে, কাতারে কাতারে যাত্রী, যেন জয়রাইড! নাজেহাল অফিসযাত্রীরা

Metro Under Ganga: ‘মজা’ নিতেও ভিড় বাড়ছে গঙ্গার নীচে মেট্রোতে, কাতারে কাতারে যাত্রী, যেন জয়রাইড! নাজেহাল অফিসযাত্রীরা

[ad_1]

ফেসবুক খুললেই একের পর এক স্ট্যাটাস, গঙ্গার নীচে দিয়ে মেট্রো চড়লাম। দারুন অভিজ্ঞতা। বাস ট্যাক্সি ধরার ঝামেলা নেই। এদিকে বহু দূরের এমনকী ভিন রাজ্য থেকেও প্রচুর মানুষ আসছেন কলকাতা শহরে। এতদিন কালীঘাট, ভিক্টোরিয়া ঘুরতে যেতেন তাঁরা। এবার তাঁরাই যাচ্ছেন গঙ্গার নীচে দিয়ে মেট্রো চড়ার অভিজ্ঞতা নিতে।

হাওড়া ময়দান থেকে ধর্মতলা রুটে মেট্রো সার্ভিস চালু হয়েছে। প্রথম যাত্রা শুরু হয়েছিল গত ১৫ মার্চ। এই রুটে মেট্রো চালু হওয়ার পরে স্বাভাবিকভাবেই অফিসযাত্রীদের প্রচুর সুবিধা হয়েছে। শহরতলি থেকে আসার পরে হাওড়াতে ট্রেন থেকে নামার পরেই তাঁরা টুক করে উঠে পড়ছেন মেট্রোতে। কিন্তু অফিসযাত্রীদের বাইরে থিক থিক করছে ভিড় ওই মেট্রো রুটে। কোথায় যাচ্ছেন তাঁরা?

আসলে গঙ্গার নীচে দিয়ে মেট্রো চড়তে কেমন লাগে সেটা দেখার জন্যই হাজার হাজার মানুষ রোজ এই রুটে আসছেন। পরিবার নিয়ে একেবারে জয় রাইডের মজা। আর তাতেই অফিস টাইমের বাইরেও এই গ্রিন লাইনে ভিড় একেবারে উপচে পড়ছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, মাত্র ১৭দিনে এই রুটে ৭.৫ লক্ষ যাত্রী যাতায়াত করেছেন।

সূত্রের খবর, মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বিবৃতি দিয়ে জানিয়েছেন, গঙ্গার নীচে দিয়ে মেট্রো চালু হওয়ার পরে গত অর্থবর্ষের শেষ ১৭দিনে গ্রিন লাইনে ৭.৫ লক্ষ যাত্রী হয়েছে। ১৫ জানুয়ারি থেকে হাজার হাজার মানুষ গ্রিন লাইনের মেট্রোতে উঠতে শুরু করেন।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, এখনও পর্যন্ত হাওড়া স্টেশন থেকে সবথেকে বেশি যাত্রী উঠেছেন। প্রায় ৩ লক্ষ ১৫ হাজার যাত্রী ওই স্টেশন থেকে মেট্রোতে উঠেছেন। আর হাওড়া ময়দান স্টেশন থেকে এখনও পর্যন্ত ২ লক্ষ ৫৫ হাজার যাত্রী গ্রিন লাইনের মেট্রোতে চড়েছেন।

দেশের মধ্য়ে এই প্রথম গঙ্গার নীচে দিয়ে মেট্রো চালু হয়েছে। বহু প্রতীক্ষার অবসান হয়েছে। সেই সঙ্গেই মেট্রোর এই নয়া রুটে হু হু করে বাড়ছে ভিড়। হাজার হাজার মানুষ রোজ এই রুটে যাতায়াত করছেন। তবে শুধু অফিসযাত্রীরা নন, কেবলমাত্র জয়রাইডের জন্যও হাজার হাজার মানুষ যাতায়াত করছেন এই রুটে।

এদিকে অনেকের মতে, রোজকার এই ভিড়ের কারণে টিকিট কাটতেও দেরি হয়ে যাচ্ছে। তবে যাদের মেট্রোর কার্ড রয়েছে তাদের অবশ্য় সমস্যা নেই। টিকিট কাউন্টারের সামনেও দীর্ঘ লাইন।

 

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here