Home আপডেট Mimicry row: ‘দরকারে হাজারবার করব,’ ধনখড়ের মিমিক্রি বিতর্কে অবস্থানে অনড় সাংসদ কল্যাণ

Mimicry row: ‘দরকারে হাজারবার করব,’ ধনখড়ের মিমিক্রি বিতর্কে অবস্থানে অনড় সাংসদ কল্যাণ

Mimicry row: ‘দরকারে হাজারবার করব,’ ধনখড়ের মিমিক্রি বিতর্কে অবস্থানে অনড় সাংসদ কল্যাণ

[ad_1]

মিমিক্রি বিতর্কে নিজের অবস্থানেই অনড় রইলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রবিবার শ্রীরামপুরের এক জনসভা থেকে তিনি আবারও জানিয়ে দিলেন, মিমিক্রি একটি আর্ট। প্রয়োজনে তিনি আবারও করবেন।

সংসদের বিক্ষোভ অবস্থান চলাকালীন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের মিমিক্রি করে বিতর্কের মুখে পড়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মিমিক্রি করে তিনি যে কোনও ভুল করেননি তা এর আগে শনিবার কোন্নগরের সভায় বলেন কল্যাণ। রবিবার শ্রীরামপুরের একটি সভায় ফের একই মত জানালেন তিনি। সাংসদ দাবি করেন মিমিক্রি তার সংবিধানিক অধিকার। 

এদিন তিনি কার্যত চ্যালেঞ্জ জানিয়ে বলেন, ‘একবার করেছি। দরকারে হাজারবার করব। আমাকে জেলে দিতে পারেন। খুন করতে পারেন। কিন্তু লড়াই থামবে না।’

(পড়ুন। ‘‌ওসবে আমাকে জড়িও না’‌, সুবল শোকজে রাজনৈতিক গুরু শিশিরের দূরত্ব অবস্থান)

মিমিক্রির পক্ষে সওয়াল করে সাংসদ বলেন, ‘মিমিক্রি কি আমরা প্রথম দেখলাম? প্রধানমন্ত্রীও তো মিমিক্রি করেছেন। আমরা সেটা উপভোগ করেছি। এটা একটা আর্ট। কৌতুক কেউ না বুঝে যদি নিজের ঘাড়ে টেনে নেয় তাতে আমার কী করার আছে। শ্রীরামপুরে অনেক শিক্ষিত মানুষ আছে যারা জানে কোনটা শিল্প। কোনটা কৌতুক কোনটা নয়। ’ প্রসঙ্গত, তিনি শনিবার কোন্ননগরের সভা থেকে ফের ধনখড়ের কান্নার মিমিক্রি করে দেখান।

(পড়ুন। বিজেপির বঞ্চিতদের জন্য বড় সুযোগ! শান্তিনিকেতন পৌষমেলায় কোণঠাসাদের স্টল, উদ্যোগী ‘মোদীভক্ত’ অনুপম)

এদিন তিনি ১৪১ জন সাংসদকে সাসপেন্ড করার বিরুদ্ধেও সরব হন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘১৪১ জন সংসদকে সাসপেন্ড করা হয়েছে। কীসের জন্য? একজন বিজেপি সাংসদকে বাঁচানোর জন্য। ভারতবর্ষের গণতন্ত্রের ইতিহাসে এর চেয়ে লজ্জার কিছু হতে পারে না। ছোট থেকে অনেক লড়াই করেছি। কিন্তু কোনওদিন ভাবতে পারিনি সংসদে দাঁড়িয়ে প্রতিবাদ জানালে এ ভাবে সাসপেন্ড করা হবে। আমার জীবনে এ রকম দেখিনি।’

সভা থেকে লোকসভা নির্বাচনে তৃণমূল জেতানোর আহ্বান জানান কল্যাণ।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here