Home আপডেট Mohan Bhagawat: রাম মন্দিরের উদ্বোধনের পরদিনই জন্মদিনে নেতাজিকে প্রণাম জানাতে কলকাতায় আসছেন ভগবৎ

Mohan Bhagawat: রাম মন্দিরের উদ্বোধনের পরদিনই জন্মদিনে নেতাজিকে প্রণাম জানাতে কলকাতায় আসছেন ভগবৎ

Mohan Bhagawat: রাম মন্দিরের উদ্বোধনের পরদিনই জন্মদিনে নেতাজিকে প্রণাম জানাতে কলকাতায় আসছেন ভগবৎ

[ad_1]

অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পরদিনই কলকাতায় আসছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভগবত। ২৩ জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিনে ৩ দিনের সফরে কলকাতায় আসছেন তিনি। গত বছরও ২৩ জানুয়ারি কলকাতায় ছিলেন ভগবৎ। তাঁর রাতারাতি কর্মসূচি ঘোষণার কারণ নিয়ে রাজনৈতিক মহলে কানাঘুসো শুরু হয়েছে। তবে RSS-এর দাবি, এই সফরের কোনও রাজনৈতিক তাৎপর্য নেই।

অযোধ্যায় আগামী সোমবার মহাসমারোহে হতে চলেছে রাম মন্দিরের উদ্বোধন। সেই উদ্বোধন পর্বে অন্যতম অতিথি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভগবৎ। সোমবার সেই অনুষ্ঠানের পরেই কলকাতায় পৌঁছবেন RSS প্রধান। সংগঠনের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার বারাসতে RSS এর ‘নেতাজি লহ প্রণাম’ রয়েছে। সেখানে হাজির থাকবেন মোহন ভগবৎ। তার পর দিনও কলকাতা একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর।

ডিসেম্বরেই পশ্চিমবঙ্গ সফরে এসেছিলেন ভগবৎ। সেই সফরে তিনি তবলাশিল্পী বিক্রম ঘোষ ও প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসের বাড়ি গিয়ে তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া RSS-এর বিভিন্ন শাখা সংগঠনের মধ্যে সমন্বয় গড়তে একাধিক বৈঠক করেন তিনি। যে বৈঠকে দেখা গিয়েছিল একাধিক বিজেপি নেতাকেও। মাস ঘুরতে না ঘুরতেই ফের ৩ দিনের সফরে ভগবৎ কলকাতায় আসায় রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে।

তবে RSS-এর দাবি, সংগঠনের নিজস্ব কর্মপদ্ধতি রয়েছে। সেই কর্মপদ্ধতি মেনেই ভগবৎ মাঝে মাঝেই কলকাতায় আসেন। এখন সংবাদমাধ্যম সেগুলি প্রকাশ করে। ফলে নানা জল্পনা তৈরি হয়। ভগবতের সফরের সঙ্গে লোকসভা ভোট বা রাজনীতির কোনও যোগ নেই।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here