Home আপডেট Mohan Bhagwat: ভিক্টর-বিক্রমের বাড়িতে গেলেন মোহন ভাগবত, কলকাতায় ঘর সাজাচ্ছে RSS?

Mohan Bhagwat: ভিক্টর-বিক্রমের বাড়িতে গেলেন মোহন ভাগবত, কলকাতায় ঘর সাজাচ্ছে RSS?

Mohan Bhagwat: ভিক্টর-বিক্রমের বাড়িতে গেলেন মোহন ভাগবত, কলকাতায় ঘর সাজাচ্ছে RSS?

[ad_1]

দুদিনের কলকাতা সফরে এসেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। শনিবার তিনি ক্রীড়াবিদদের সঙ্গে দেখা করেছিলেন। প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাসের সঙ্গেও দেখা করেন তিনি। আর রবিবার বছরের শেষ দিনে তিনি বাংলার অভিনেতা ভিক্টর বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে দেখা করলেন। দেখা করলেন তবলাবাদক বিক্রম ঘোষের সঙ্গেও।

সূত্রের খবর, রবিবার সকাল সকাল ভিক্টর বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে যান মোহন ভাগবত। এরপর তিনি শিল্পী বিক্রম ঘোষের বাড়িতেও যান। এদিকে বাংলায় এসে ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মোহন ভাগবতের সাক্ষাৎকে ঘিরে নানা জল্পনা শুরু হয়েছে। তবে কি ফের রাজনীতির মূল স্রোতে আসতে পারেন ভিক্টর? এই প্রশ্নের উত্তর মেলেনি। তবে রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই। সামনেই লোকসভা নির্বাচন। তার আগে বাংলায় এসে একের পর এক বিশিষ্টজনের সঙ্গে দেখা করেন মোহন ভাগবত।

তবে ভিক্টর একটা সময় বিজেপির ঘরের মানুষ বলেই পরিচিত ছিলেন। ১৯৯১ সালে তিনি কলকাতা উত্তর পশ্চিম কেন্দ্রে পদ্মচিহ্নে দাঁড়িয়েছিলেন। কিন্তু তখন দাগ কাটতে পারেননি তিনি। এরপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে। বিজেপির অনুষ্ঠানে এতদিন সেভাবে দেখা যেত না ভিক্টরকে। তবে তার মধ্য়েই কলকাতায় এসে ভিক্টর বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে মোহন ভাগবতের যাওয়াকে কেন্দ্র করে অনেকেই দুয়ে দুয়ে চার করতে শুরু করেছেন।

তবে ভিক্টর বন্দ্যোপাধ্য়ায় একটা সময় আরএসএসের সংস্কার ভারতীর রাজ্য সভাপতি ছিলেন।

অন্য়দিকে মোহন ভাগবত এদিন তবলাাশিল্পী বিক্রম ঘোষের বাড়িতেও গিয়েছিলেন।

বিক্রম সংবাদমাধ্যমে জানিয়েছেন, অনেক রাগ, তাল তিনি জানেন। তাঁর সঙ্গে নানা বিষয় নিয়ে কথাবার্তা হয়েছে। তবে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, মোহন ভাগবত বছরে কয়েকবার এখানে আসেন। কোনও বিশিষ্ট মানুষের সঙ্গে দেখা করেন, তাঁর বাড়িতে যান। এটা আরএসএসের কাজে শৈলি।

তবে সামনেই লোকসভা নির্বাচন। তার আগে কলকাতা সফরে এসে উপেন বিশ্বাস, ভিক্টর বন্দ্যোপাধ্য়ায়, বিক্রম ঘোষের মতো বিশিষ্টজনের সঙ্গে দেখা করার ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তবে এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগেও বিজেপির কেন্দ্রীয় নেতারাও দফায় দফায় বাংলার বিশিষ্টজনেদের সঙ্গে দেখা করতেন।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here