অক্ষির আক্রমণে এবার বাণিজ্য শহর মুম্বাই ~ জারি “হাই-অ্যালার্ট”……

0
অক্ষির আক্রমণে এবার বাণিজ্য শহর  মুম্বাই ~ জারি “হাই-অ্যালার্ট”……
ওয়েব ডেস্কঃ    আজ অর্থাৎ সোমবার “অক্ষি” সাইক্লোনের দামাল তাণ্ডব প্রবেশ করলো বাণিজ্য নগরীতে। মুম্বাই ও তার আশেপাশে কয়েকশো কিলোমিটার দূরে অবস্থান করছে সেই অক্ষি। অবস্থা বলছে ঝড়ের সাথে বর্ষণ নিয়ত চলছে। আর তারই জেরে  মঙ্গলবার অব্যাহত থাকবে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টিপাত, একথা মৌসম বিভাগ থেকে জানানো হয়েছে। আর তার ফলেই সোমবার রাতেই হাইঅ্যালার্ট জারি রেখেছে মুম্বাই সরকার। সরকারী স্কুলগুলিকে তাই বন্ধ রাখবার কথা বলা হয়েছে।
Image result for ockhi mumbai
সোমবার ঝড় আর বর্ষণের ইঙ্গিত পাওয়া মাত্রই মহারাষ্ট্র সরকার ছুটি ঘোষণা করেছে। এমনকি সরকারী পক্ষ থেকে সমুদ্রের তটে যেতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে । যদিও বা ঝড় ৫০ -৬০ কিলোমিটার বলা হয়েছে, তবে উপকূলে নাকি ৭০ কিলোমিটার বেগে এ ঝড় তার তাণ্ডবলীলা নিয়ে তেড়ে আসছে। মুম্বাই আবহাওয়া বিজ্ঞানীরা বলছেন যে, ৬৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এখন এই অক্ষির অবস্থান, তবে এই দানব সাইক্লোন ক্রমশ উওর পূর্ব দিকে সরবে। তবে, আগামীতে ঝড় সুরাটে গভীর নিম্নচাপ সৃষ্টি করবে।
Image result for ockhi mumbai

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here