Home বিদেশ Naatu Naatu: ‘নাটু নাটু’-তে অস্কার মঞ্চ মাতাতে চান রাম চরণ?

Naatu Naatu: ‘নাটু নাটু’-তে অস্কার মঞ্চ মাতাতে চান রাম চরণ?

Naatu Naatu: ‘নাটু নাটু’-তে অস্কার মঞ্চ মাতাতে চান রাম চরণ?

নয়াদিল্লি: আর দিন দশেক বাদেই অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (Academy Awards 2023)। অস্কারে ‘বেস্ট অরিজিনাল সং’ বিভাগে মনোনীত হয়েছে ‘নাটু নাটু (Naatu Naatu।’ এদিকে RRR-র প্রচারে মার্কিন মুলুকে রয়েছেন রাম চরণ (Ram Charan)। সেখান থেকেই জানালেন, অস্কার-মঞ্চে ‘নাটু নাটু’-তে পারফর্ম করতে চান। শেষমেশ রাম চরণের পারফরম্যান্স হচ্ছে কিনা, সেটি নিয়ে এখনও পর্যন্ত কিছু জানাননি অ্যাকাডেমি কর্তৃপক্ষ। তবে রাহুল সিপলিগুঞ্জ এবং কালা ভৈরবকে অস্কার-মঞ্চে নিয়ে আসার বিষয়টি এর মধ্য়েই নিশ্চিত করা হয়েছে।   

কী বললেন রাম চরণ?
এর মধ্যেই একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সম্মানিত হয়েছে ‘নাটু নাটু।’ অস্কারের দৌড়েও অনেকে বাজি রাখছেন এস এস রাজামৌলি পরিচালিত RRR-র বিপুল জনপ্রিয় গানেটির উপর। গত কয়েক মাস ধরেই ‘নাটু নাটু’-র তালে তাল মিলিয়ে নেচে উঠেছে পশ্চিমি দুনিয়া। একাধিক ভিডিও-ও ভাইরাল হয়েছে ইতিমধ্যে। তুমুল জনপ্রিয়তার প্রেক্ষাপটেই রাম চরণ হালে এক সাক্ষাৎকারে বলেন, ‘সব মঞ্চ তো আমাদের পারফরম্যান্সের জন্য নয়। তবে আমরা অস্কারে থাকলে এবং সেখান থেকে এমন কোনও অনুরোধ এলে, কেন পারফর্ম করব না? দর্শকদের আনন্দ দেওয়ার থেকে বেশি খুশি আমরা আর কোনও কিছুতেই হই না। ওঁরাই আমাদের সব দিয়েছেন।’ তবে অস্কার-মঞ্চে গোটা গানটির সঙ্গে নাচ করা খুব কঠিন, সে কথাও জানান রাম চরণ। অভিনেতার কথায়, ‘ভীষণ পরিশ্রম হয়, সাংঘাতিক এনার্জি লাগে। কিন্তু হুক স্টেপ তো করাই যেতে পারে।’

অস্কার পেলে কী করবেন?
‘নাটু নাটু’ অস্কার পেয়ে গেলে কী করবেন, এই প্রশ্নের উত্তরে রাম চরণ পরে বলেন, ‘আমি তো বিশ্বাসই করে উঠতে পারব না। আমাকে ধাক্কা মেরে জাগিয়ে পুরস্কার নিতে পাঠাতে হবে বাকিদের। …সবচেয়ে খুশি হব। তবে এটি শুধু আমাদের সাফল্য হবে না। ভারতীয় চলচ্চিত্র জগতের সাফল্য হবে। আমরা একা কেউ এর কৃতিত্ব নিতে পারি না।’ এর মধ্যেই আন্তর্জাতিক বিনোদন মঞ্চে যথেষ্ট সমাদৃত এই গান। গোল্ডেন গ্লোবে ‘বেস্ট অরিজিনাল সং’ এর শিরোপা মধ্যেই ছিনিয়ে নিয়েছ এই গান। দুই বিপ্লবী স্বাধীনতা সংগ্রামীর জীবন নিয়ে তৈরি RRR ছবিটিও সাংঘাতিক খ্য়াতি পেয়েছে। বক্স অফিসে এখনও পর্যন্ত ১২০০ কোটি টাকার ব্যবসা করেছে রাজামৌলির এই ছবি। আমেরিকা ও জাপানের প্রেক্ষাগৃহেও মুক্তি পেয়েছে। তা ছাড়া ওটিটি প্ল্যাটফর্মেও যথেষ্ট সাড়া জাগিয়েছে ছবিটি।

আরও পড়ুন:IIT প্রস্তুতির নামে বজ্রআঁটুনি অচলায়তনে, মায়ের কাছে ক্ষমা চেয়ে আত্মঘাতী কিশোর

    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here