Home আপডেট Narendra Modi: রাজ্যপালের আতিথেয়তায় রাজভবনে রাত কাটাবেন মোদী, আর কোথায় কর্মসূচি?

Narendra Modi: রাজ্যপালের আতিথেয়তায় রাজভবনে রাত কাটাবেন মোদী, আর কোথায় কর্মসূচি?

Narendra Modi: রাজ্যপালের আতিথেয়তায় রাজভবনে রাত কাটাবেন মোদী, আর কোথায় কর্মসূচি?

[ad_1]

ফের বঙ্গসফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামনেই লোকসভা ভোট। তার মাঝে সন্দেশখালির মতো বড় ইস্যু। তার মধ্যেই ১ মার্চ কলকাতায় থাকবেন মোদী। তাঁর সফরসূচি সম্পর্কে যেটা জানা যাচ্ছে যে দিল্লি থেকে রওনা হয়ে হেলিকপ্টারে তিনি দুর্গাপুরে আসবেন। সেখান থেকে ঝাড়খণ্ডের সিন্দ্রি হেলিপ্যাডে। এরপর ঝাড়খণ্ডে তাঁর কর্মসূচি। সেখান থেকে তাঁর কনভয় আসবে ধানবাদ হেলিপ্যাডে। সেখান থেকে তিনি হুগলির আরামবাগের দিকে রওনা দেবেন।

আরামবাগের কালিপুর মাঠে বিজেপির ডাকে মোদীর সভা। তবে তার আগে একটি সরকারি অনুষ্ঠানে তিনি আধ ঘণ্টার জন্য অংশ নেবেন। সেই সভাকে সফল করতে সবরকম উদ্যোগ নিচ্ছে গেরুয়া শিবির। এরপর সেই সভা শেষ করে তিনি কলকাতার আরসিটিসি হেলিপ্যাডে আসবেন হেলিকপ্টারে। এরপর সেখান থেকে তিনি চলে আসবেন রাজভবনে। সেখানেই রাত্রিবাস। রাজ্যপালের আতিথেয়তায় গ্রহণ করবেন তিনি। রাজ্যপালের সিভি আনন্দ বোসের অতিথি হিসাবে তিনি আসবেন রাজভবনে।

এরপর শনিবার সকালে তিনি রাজভবন থেকে বের হবেন। এরপর সোজা আরসিটিসি হেলিপ্যাড। সেখান থেকে হেলিকপ্টারে তিনি যাবেন কৃষ্ণনগরের সভায়। সেখানে বিজেপির মেগা সভা। মহুয়া মৈত্রর সাংসদ এলাকায় সভা করবেন মোদী। এরপর সেখান থেকে সভার কাজ শেষ করে তাঁর হেলিকপ্টার যাবে পানাগড়। সেখান থেকে বিমানে তিনি যাবেন গয়ায়।। একবারে ঠাসা কর্মসূচি।

এর আগে মোদীর বেলুড় মঠের আতিথেয়তায় রাত্রিবাস করেছিলেন। বেলুড় মঠের সঙ্গে তাঁর অন্য়রকম আবেগ জড়িয়ে রয়েছে। সেখানকার সান্নিধ্য়ে মোদী একেবারে পুরনো দিনে ফিরে যান। তবে এবার আর বেলুড় মঠে নন। তিনি যাবে রাজভবনে। সিভি আনন্দ বোসের আতিথেয়তা গ্রহণ করবেন তিনি।

তবে এবার সামনেই লোকসভা ভোট। সন্দেশখালির বেতাজ বাদশাকে তার আগে গ্রেফতার করা হয় কি না সেটাই দেখার। তবে অনেকের মতে, এবার বাংলায় এসে মোদী ঠিক কীভাবে তৃণমূলকে নিশানা করেন, সন্দেশখালি ইস্যুতে তিনি ঠিক কীভাবে নিশানা করেন সেটাও দেখার।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here