Home আপডেট ভয় ধরাচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ~ দেশের দৈনিক সংক্রমণ ছাড়াল দেড় লক্ষর গন্ডি

ভয় ধরাচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ~ দেশের দৈনিক সংক্রমণ ছাড়াল দেড় লক্ষর গন্ডি

ভয় ধরাচ্ছে করোনার দ্বিতীয় ঢেউ~ দেশের দৈনিক সংক্রমণ ছাড়াল দেড় লক্ষর গন্ডি
New Delhi, July 06 (ANI): Health worker collects nasal sample from a man for COVID-19 test, in New Delhi on Monday. (ANI Photo)

করোনা সংক্রমণে জর্জরিত গোটা দেশ। মানুষের মধ্যে ক্রমেই ভয় ধরাচ্ছে করোনা। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫২ হাজার ৮৭৯ জন। নতুন করে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণে মারা গেছেন ৮৩৯ জন। সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯০ হাজার ৫৮৪ জন। করোনা নিয়ে সাধারণ মানুষের আতঙ্কের মাঝেই সারা দেশে এখনও পর্যন্ত মোট ১০ কোটি ১৫ লাখ ৯৫ হাজার ১৪৭ জনের শরীরে টিকা প্রয়োগ করা হয়েছে। আইসিএমআর এর রিপোর্টে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৪ লাখ ১২ হাজার ৪৭ টি নমুনা পরীক্ষা হয়েছে। দেশের চিকিত্‍সকদের মহলকে চিন্তায় রাখছে করোনা সংক্রমণের পাশাপাশি করোনার নয়া স্ট্রেনগুলিও। আজ থেকে দেশে শুরু করা হচ্ছে করোনা টিকা উত্‍সব। ১১ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সারা দেশে চলবে এই উত্‍সব। এখনও পর্যন্ত দেশে মোট করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ২০ লাখ ৮১ হাজার ৪৪৩ জন। কোভিড ১৯ মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে সারা দেশে এখনও পর্যন্ত মোট ১ লাখ ৬৯ হাজার ২৭৫ জন পরলোক গমন করেছেন।

দেশে মোট কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৩৩ লাখ ৫৮ হাজার ৮০৫ জন। দেশের মধ্যে করোনার বাণবাড়ন্ত সবথেকে বেশি মহারাষ্ট্রে। লাগামছাড়া করোনা ঠেকাতে মহারাষ্ট্রে ফের জারি করা হতে পারে লকডাউন। সে বিষয়ে ভাবনা চিন্তা করছে মহারাষ্ট্র সরকার।

দেশের সব রাজ্যেই নতুন করে মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করছে করোনা। সব রাজ্যেই প্রশাসনের তরফে বারবার করোনা নিয়ে সচেতনতামূলক প্রচার করা হলেও সাধারণ মানুষের মধ্যে অনেক ক্ষেত্রেই করোনা নিয়ে বিন্দুমাত্র সচেতনতা দেখা যাচ্ছে না। মাস্ক পরার কথা বলা হলেও অনেকেই তা মানছেন না। অযথা ভিড় করতে বারণ করা হলেও সেটাও মানছেন না।

শারীরিক দূরত্ব এবং সামাজিক দূরত্ব মানাছেন না কেউই। যা নিয়ে চিকিত্‍সকরা শঙ্কা প্রকাশ করছেন। এখনও যদি সচেতন না হয় দেশের নাগরিকরা সেক্ষেত্রে করোনায় দ্বিতীয় ঢেউয়ে ভেসে যাবে গোটা দেশ।