Home আপডেট দিল্লির ইজরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণ, ক্ষতিগ্রস্ত তিনটি গাড়ি……

দিল্লির ইজরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণ, ক্ষতিগ্রস্ত তিনটি গাড়ি……

দিল্লির ইজরায়েলি দূতাবাসের সামনে বিস্ফোরণ, ক্ষতিগ্রস্ত তিনটি গাড়ি……

শুক্রবার সন্ধ্যায় মধ্য দিল্লিতে ইজরায়েলি দূতাবাসের সামনে একটি ছোট্ট বিস্ফোরণ ঘটে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ।পুলিশ সূত্রে খরব এ দিন পৌনে ছ’টা নাগাদ দিল্লির আব্দুল কালাম রোডে বিস্ফোরণ ঘটে।

ইজরায়েলি দূতাবাস থেকে দেড়শো মিটার দূরে গাড়ি পার্কিং করা ছিল। সেখানেই বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে তিনটি গাড়ি। অন্য কোনো ক্ষয়ক্ষতি না হলেও গাড়ি তিনটির কাচ ভেঙে যায়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে দমকলের ছ’টি ইঞ্জিন পৌঁছে যায়। তবে কী কারণে এই বিস্ফোরণ, তার সঠিক কারণ এখনও জানা যায়নি।বিজয় চক থেকে দুই কিলোমিটারেরও কম দূরে এই বিস্ফোরণ ঘটেছিল। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সরকারের অন্য উচ্চ আধিকারিকরা এ দিন বিজয় চকে সধারণতন্ত্র দিবস উদ্‌যাপনের সমাপ্তিতে ‘বিটিং দ্য রিট্রিট’ অনুষ্ঠানের জন্য সমবেত হয়েছিলেন।তদন্তকারীদের ধারণা, আমোনিয়াম নাইট্রেট জাতীয় বিস্ফোরক রাখা ছিল। ফুটপাতের কাছে লুকিয়ে রাখা হতে পারে ওই বিস্ফোরক। এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করতেই বিস্ফোরণ ঘটাতে পারে দুষ্কৃতীরা।প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। আবদুল কালাম রোডকে কার্যত অবরুদ্ধ করে রাখা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক এবং এনআইএ আধিকারিকরা।