Home আপডেট বাড়ানো হল ইনকাম ট্যাক্স রিটার্নের সময়সীমা……

বাড়ানো হল ইনকাম ট্যাক্স রিটার্নের সময়সীমা……

বাড়ানো হল ইনকাম ট্যাক্স রিটার্নের সময়সীমা……

করোনাভাইরাস মহামারি এবং লকডাউনের জন্য আগেও আয়কর দাখিলের মেয়াদ বাড়িয়েছিল কেন্দ্রীয় সরকার। সেই ঘটনার রেশ ধরে অনেকেই মনে করছিলেন, ৩১ ডিসেম্বরের পরেও সেই মেয়াদ বাড়ানো হতে পারে। যে কারণে অনেকেই হাতে সময় নিচ্ছিলেন। এ দিন প্রায় শেষ প্রান্তে এসে আয়কর দফতর নতুন বিজ্ঞপ্তি জারি করল।করোনাভাইরাস মহামারির পরিপ্রেক্ষিতে আয়কর দাখিলের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করল অর্থমন্ত্রক।নয়া সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ১০ জানুয়ারি পর্যন্ত ২০২০ অর্থবর্ষের আয়কর দাখিল করা যাবে। আয়কর দফতর নিজের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলেজানিয়েছে, কেন্দ্রীয় পণ্য ও পরিষেবা কর আইন, ২০১৭-এর অধীনে জিএসটির বার্ষিক রিটার্ন জমা দেওয়ার নির্ধারিত তারিখটি ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।


এর আগে আয়কর দাখিলের সময়সীমা ৩১ জুলাই থেকে বাড়িয়ে ৩১ ডিসেম্বর করেছিল সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সেস। সেই মেয়াদ ফের ১০ জানুয়ারি পর্যন্ত বাড়িয়ে দেওয়ায় স্বস্তি পেলেন অনেকেই। অন্য দিকে, সংস্থাগুলির জন্য আয়কর দাখিলের শেষ তারিখ ১৫ দিন বাড়িয়ে করা হয়েছে ১৫ ফেব্রুয়ারি, ২০২১। যাঁদের অ্যাকাউন্ট অডিটের প্রয়োজন রয়েছে, তাঁরাও ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময় পাবেন।একাংশের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা আয়কর রিটার্নের (ITR) শেষ তারিখটি বাড়ানোর জন্য সরকারকে একাধিক চিঠি লিখেছেন। পাশাপাশি, বিশেষজ্ঞরাও মনে করেন, মেয়াদ বাড়ানোর মতো এখনও সময় রয়েছে সরকারের কাছে। কারণ, অসংখ্য প্রতিষ্ঠান আয়কর দাখিলের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন জানিয়েছে।সূত্রের রিপোর্টে বলা হয়েছে, ৩১ ডিসেম্বর শেষ হতে যাওয়া আয়কর দাখিলের মেয়াদ আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হতে পারে। এ ব্যাপারে সরকারের নিজস্ব লক্ষ্য পূরণের জন্যই মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। গত ২০১৯ অর্থবর্ষে ৩১ আগস্ট পর্যন্ত সব মিলিয়ে আইটিআর জমা পড়েছিল ৫ লক্ষ ৬৫ হাজার। এ বার ২৯ ডিসেম্বর পর্যন্ত সংখ্যাটি রয়েছে ৪ লক্ষ ৫৪ হাজারেরমতো। তবে শেষ দিনটিতে আয়কর দাখিলের সংখ্যা থাকে উল্লেখজনক।অনেকেই ধারণা করেছিলেন, এমনও হতে পারে, ৩১ডিসেম্বর রাতের মধ্যেই সরকার আয়কর দাখিলের শেষ তারিখ বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করতে পারে। এক দিনে আগে সেটাই করল আয়কর দফতর।উল্লেখ্য, আয়কর আইন অনুযায়ী, ৬০ বছরের নীচে আড়াই লক্ষ টাকার বেশি আয় হলে আয়কর দাখিল করা বাধ্যতামূলক। প্রবীণ নাগরিকদের জন্য এই ঊর্ধ্বসীমা পাঁচ লক্ষ টাকা। বিশেষ ক্ষেত্রে রয়েছে ছাড়ের বন্দোবস্তও।