Home আপডেট গ্রেটা থুনবার্গের বিরুদ্ধে FIR দিল্লি পুলিশের, কিন্তু শান্তিপূর্ণভাবে কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি থুনবার্গের ……

গ্রেটা থুনবার্গের বিরুদ্ধে FIR দিল্লি পুলিশের, কিন্তু শান্তিপূর্ণভাবে কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি থুনবার্গের ……

গ্রেটা থুনবার্গের বিরুদ্ধে FIR দিল্লি পুলিশের, কিন্তু শান্তিপূর্ণভাবে কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি থুনবার্গের ……

ভারতের কৃষক আন্দোলন এখন গোটা বিশ্বের নজরে। কৃষক আন্দোলনের সমর্থনে ট্যুইট করছেন আন্তর্জাতিক তারকারা। গত দু’মাস ধরে চলা এই কৃষক আন্দোলন এখন ক্রমেই মাথা ব্যাথার কারণ হয়ে উঠছে মোদী সরকারের। বুধবারই কৃষক আন্দোলনের পাশে দাঁড়িয়ে ট্যুইট করেছিলেন সুইডিশ পরিবেশবিদ গ্রেটা থুনবার্গ। যেখানে আন্দোলনের প্রতি নিজের সহানুভূতি জানিয়ে ছিলেন গ্রেটা। কিন্তু সেই ট্যুইট করেই এবার বিপাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত গ্রেটা।


পরিবেশকর্মী কিশোরী গ্রেটা থুনবার্গের বিরুদ্ধে এফআইআর দায়ের করল দিল্লি পুলিশের  সাইবার সেল। কৃষক আন্দোলনের সমর্থনে করা তাঁর ট্যুইটের বিরুদ্ধে এই এফআইআর দায়ের হয়েছে। যদিও এই এফআইআরের পরেও নিজের অবস্থান থেকে একচুল সরতে রাজি নয় সুইডিশ ওই সমাজকর্মী। ফের তিনি ট্যুইটে লেখেন, ‘আমি এখনও কৃষকদের পাশে, তাঁদের শান্তিপূর্ণ প্রতিবাদের সমর্থনে। কোনও প্রকার ঘৃণা, হুমকি, মানবাধিকার লঙ্ঘন এই অবস্থানের বদল ঘটাবে না।” বুধবার মার্কিন পপ তারকা রিহানার পাশাপাশি ভারতের কৃষক আন্দোলনের সমর্থনে ট্যুইটারে সুর চড়িয়েছিলেন থুনবার্গ। তিনি লিখেছিলেন, ‘ভারতে কৃষি আন্দোলনের সঙ্গে আমি সহমর্মী।’ এরপর থেকেই বারে বিতর্ক। রিহানা-গ্রেটার সমালোচনায় সরব হয়ে তীব্র ভাষায় এই ট্যুইটের বিরোধিতা করে বিদেশ মন্ত্রক। এরপরেই ভারতের সার্বভৌমত্বের সঙ্গে আপস না করার বার্তা দিয়ে ট্যুইটে সরব হয় বলিউড থেকে ক্রীড়াজগৎ। সেই তালিকায় নাম লেখান অক্ষয় কুমার, অজয় দেবগণ, লতা মঙ্গেশকর, শচিন তেণ্ডুলকর-সহ সৌরভ গঙ্গোপাধ্যায়, অনিল কুম্বলে, সাইনা নেহওয়াল।কৃষক আন্দোলনের আঁচ এবার পৌঁছে গিয়েছে বিদেশেও। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকারাও ভারতের কৃষক বিক্ষোভ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পাল্টা ভারতীয় তারকা-বিদ্বজ্জনরাও বিদেশিদের অপপ্রচার-কুৎসা নিয়ে সরব হয়েছেন। ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে নাক না গলানোর পরামর্শ দিয়েছেন বিনোদন থেকে ক্রীড়াজগতের তারকারা। এবার ভারতের একতা ও অখণ্ডতা নিয়ে সরব হলেন প্রধানমন্ত্রী স্বয়ং। বৃহস্পতিবার চৌরিচৌরার হিংসার বর্ষপূর্তিতে দেশবাসীকে একতার বার্তা দিলেন নরেন্দ্র মোদী।