Home আপডেট অমিত শাহের বিরুদ্ধে মানহানি মামলা অভিষেকের ~ সোমবার হাজিরার সমন জারি আদালতের……

অমিত শাহের বিরুদ্ধে মানহানি মামলা অভিষেকের ~ সোমবার হাজিরার সমন জারি আদালতের……

অমিত শাহের বিরুদ্ধে মানহানি মামলা অভিষেকের ~ সোমবার হাজিরার সমন জারি আদালতের……

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়ের কড়া মানহানি মামলায় অমিত শাহকে সমন জারি করল বিধায়ক-সাংসদ আদালত। আগামী ২২ ফেব্রুয়ারি, সোমবার সকাল ১০ টায় আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছে আদালত। ২০১৮ সালের অগাস্টে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তৎকালীন বিজেপি সভাপতির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন। সেই মামলার প্রেক্ষিতেই এই সমন জারি হয়েছে। আগামী ২২ ফেব্রুয়ারি অমিত শাহকে বা তাঁর আইনজীবীকে শশরীরে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ জারি করেছে এমএলএ-এমপি-দের বিশেষ আদালত। উল্লেখ্য, ২০১৮ সালের ২৮ অগাস্ট কলকাতার মেয়ো রোডের জনসভায় ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগেন অমিত শাহ। অভিযোগ করেছিলেন, অভিষেক  সারদা, রোজভ্যালির মতো বেআইনি অর্থলগ্নি সংস্থার আর্থিক তছরুপে যুক্ত। পাশাপাশি কেন্দ্র যে টাকা রাজ্যকে পাঠায় সেই টাকা নিয়েও অনিয়মের অভিযোগ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। যুব তৃণমূল সভাপতির দাবি, মনগড়া অভিযোগে সম্মানহানি হয়েছে তাঁর মতো জন প্রতিনিধির। ২৮ অগাস্ট এই মর্মে মানহানির মামলা দায়ের করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । আদালতে তিনি জানান, প্রমাণ ছাড়া তাঁর বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করছেন, যা কোনভাবেই মেনে নেওয়া যায় না। শাহের ক্ষমা চাওয়ারও দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলার শুনানিতেই এদিন বিধাননগরের বিধায়ক-সাংসদদের জন্য বিশেষ এমপি-এমএলএ আদালত অমিত শাহকে সমন পাঠায়। নির্দেশ দেওয়া হয়, ২২ ফেব্রুয়ারি শাহকে আদালতে হাজিরা দিতে হবে। কোনও কারণে তিনি আসতে না পারলে তাঁর কোনও প্রতিনিধিকে পাঠাতে হবে। এই মামলার শুনানিতেই শুক্রবার বিধাননগরের সকাল ১০ টায় উপস্থিত থাকতে এমপি-এমএলএ বিশেষ আদালত অমিত শাহকে সমন পাঠায়।