Home আপডেট Nawsad Siddiqui: অভিষেকের বিরুদ্ধে নওসাদকেই সমর্থন করবে CPM: সেলিম

Nawsad Siddiqui: অভিষেকের বিরুদ্ধে নওসাদকেই সমর্থন করবে CPM: সেলিম

Nawsad Siddiqui: অভিষেকের বিরুদ্ধে নওসাদকেই সমর্থন করবে CPM: সেলিম

[ad_1]

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডায়মন্ড হারবারে প্রার্থী হলে নওসাদ সিদ্দিকিকেই সমর্থন করবে সিপিএম। মঙ্গলবার অভিষেকের জন্মদিনে একথা স্পষ্ট করে দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক সেলিম। তিনি বলেন, ‘ডায়মন্ড হারবারে নওসাদকেই সমর্থন করবে সিপিএম। এই নিয়ে ধাপে ধাপে আলোচনা হবে।’

লোকসভা ভোটের বাকি এখনো প্রায় ৬ মাস। তবে তার মধ্যেই চড়তে শুরু করেছে রাজনীতির পারদ। গত ৪ নভেম্বর শুভেন্দু অধিকারী বলেন, ডায়মন্ড হারবারে ভাইপোকে হারাব। অন্য কাউকে দাঁড় করে হারাব। এর পর সোমবার নওসাদ সিদ্দিকি ঘোষণা করেন ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে প্রতিদ্বন্দিতা করবেন তিনি। এর পরই নওসাদের বিরুদ্ধে বিজেপির সঙ্গে আঁতাতের অভিযোগে সরব হয় তৃণমূল। সেই অভিযোগ অস্বীকার করে নওসাদ বলেন, ত্রিপুরা, মণিপুর, মেঘালয়ে বিজেপিকে সুবিধা করে দিতে কারা গিয়েছিল? গোয়ায় কারা বিজেপিকে সুবিধা করে দিয়েছে? ডায়মন্ড হারবার মডেলের নামে যে শোষণ চলছে তা শেষ করব।

নওসাদ অভিষেকের বিরুদ্ধে ভোটে লড়লে যে তাদের সুবিধা হবে তা এক কথায় স্বীকার করে নিয়েছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন, পরোক্ষভাবে হলেও সুবিধা তো হবেই। ওদিকে সোমবারই সাংবাদিক বৈঠক করে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী ইঙ্গিত দেন ডায়মন্ড হারবারে নওসাদের বিরুদ্ধে প্রার্থী দেবে না কংগ্রেস।

কিন্তু নওসাদকে নিয়ে বামেদের অবস্থান কী হবে তা নিয়ে জল্পনার মধ্যেই মঙ্গলবার মুখ খোলেন সেলিম। যে নওসাদের বিরুদ্ধে বিজেপির সঙ্গে আঁতাত করার অভিযোগ উঠেছে তাঁকে কি সমর্থন করবে সিপিএম? এই প্রশ্নের জবাবে সেলিম বলেন, ‘ডায়মন্ড হারবারে নওসাদকেই সমর্থন করা হবে। এই নিয়ে ISFএর সঙ্গে ধাপে ধাপে আলোচনা করা হবে।’

ওদিকে আমডাঙার তৃণমূল বিধায়ক রফিকুল ইসলামের দাবি, ‘বিজেপির কাছ থেকে মাসোহারা নিয়ে তৃণমূলের মুসলিম ভোট কাটার চেষ্টায় আছেন নওসাদ।’

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here