Home খেলাধুলো Neeraj Chopra in World Athletics: সোনার ছেলের হাত ধরে সোনার স্বপ্নে বুঁদ দেশবাসী, কখন কোথায় ফ্রি তে দেখবেন নীরজ চোপড়ার ইভেন্ট

Neeraj Chopra in World Athletics: সোনার ছেলের হাত ধরে সোনার স্বপ্নে বুঁদ দেশবাসী, কখন কোথায় ফ্রি তে দেখবেন নীরজ চোপড়ার ইভেন্ট

Neeraj Chopra in World Athletics: সোনার ছেলের হাত ধরে সোনার স্বপ্নে বুঁদ দেশবাসী, কখন কোথায় ফ্রি তে দেখবেন নীরজ চোপড়ার ইভেন্ট

[ad_1]

বুদাপেস্ট: স্বপ্ন বুনছে গোটা দেশ৷ অলিম্পিক্সে সোনা জয়ের পরে সোনার ছেলে নীরজ চোপড়ার ওপর আশা খুবই বেশি৷ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের নবম দিনে নীরজ চোপড়ার জ্যাভলিন থ্রোয়ের ফাইনাল রাউন্ড৷ সাধারণত যা ট্রেন্ড প্রথম থ্রোটাই মোক্ষম করে বিপক্ষের মুখে ঝামা ঘষে দেন নীরজ এবারও কি হাঙ্গেরির বুদাপেস্টে সেই পারফরম্যান্সই ফিরবে? সেটাই  আসমুদ্র হিমাচলের আশা৷

এদিন অবশ্য নীরজ চোপড়ার ইভেন্ট ছাড়াও পুরুষদের রিলে দল এবং পারুল চৌধুরীও নামবেন স্টিপলচেজে৷

২৫ বছরের নীরজ চোপড়া যোগ্যতা অর্জন পর্বের লড়াইতে মরশুমে নিজের সেরা ফর্মটি দেখিয়েছিলেন৷ এই থ্রোয়ের ফলে  প্যারিস অলিম্পিক্সের যোগ্যতাও অর্জন করেছিলেন৷ তিনি ৮৮.৭৭ মিটার থ্রো করেছিলেন নীরজ চোপড়া।

এবারের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে নীরজ চোপড়ার সঙ্গে ডিপি মনু এবং কিশোর জেনাও থাকবেন৷ এই প্রথম তিনজন ভারতীয় পদক রাউন্ডের জন্য যোগ্যতা অর্জন করেছে।

আরও পড়ুন –  Barasat Blast: ‘বিকট শব্দ, বাড়ির দেওয়াল থেকে ছাদ আকাশে উড়ে গেল কয়েক ফুট’ বারাসত বিস্ফোরণে তোলপাড়

মহম্মদ আনাস ইয়াহিয়া, আমোজ জ্যাকব, মুহম্মদ আজমল ভারিয়াথোদি এবং রাজেশ রমেশ নিয়ে গঠিত  ভারতীয় পুরুষদের ৪x৪00 মিটার রিলে দল ২০২৩ সালের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ইতিহাস তৈরি করেছে। এশিয়ান রেকর্ড ভেঙে দিয়েছে, ২ মিনিট ৫৯.০৫ সেকেন্ড দৌড়ে ফাইনালের ছাড়পত্র রয়েছে তার৷ ভারতীয় দল মার্কিন যুক্তরাষ্ট্রের পিছনে থেকে দ্বিতীয় স্থানে শেষ করেছে।

পারুল চৌধুরী ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৩ এ নজির গড়লেন৷ স্টিপলচেস ৯:২৪.২৯ সেকেন্ড পারফর্ম করে পঞ্চম স্থান অর্জন করেছিলেন এবং ফাইনালের টিকিট কনফার্ম করে নেন৷

ললিতা বাবরের পর প্রথম ভারতীয় হিসেবে এই ইভেন্টে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছেন তিনি। চৌধুরীর আগের ব্যক্তিগত সেরাটি ছিল ৯:২৯.৫১ সেকেন্ড যা তিনি বছরের শুরুতে লস অ্যাঞ্জেলেস গ্রাঁ প্রিতে পোডিয়াম ফিনিশের সময়  অর্জন করেছিলেন।

ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের নবম দিনে ইভেন্টগুলি কখন ঘটবে?

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জ্যাভলিন থ্রো ইভেন্টটি ভারতীয় সময় রাত ১১:৪৫ এ শুরু হবে যেখানে নীরজ ছাড়াও আরও দুই ভারতীয় অ্যাথলিটকে অ্যাকশনে দেখতে পাওয়া যাবে। পারুল চৌধুরীর স্টিপলচেজ ফাইনাল ২৮ অগাস্ট ভারতীয় সময় গভীর রাত ১২:৩৫ এ  শুরু হবে এবং পুরুষদের। রিলে ফাইনাল হবে  মধ্যরাত  ১:০৭এ৷

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের নবম দিন কোথায় অনুষ্ঠিত হবে?

হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত হবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের নবম দিন৷

ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ নবম দিন কোথায় দেখবেন?

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের নবম দিন স্পোর্টস ১৮ এ সরাসরি সম্প্রচার করা হবে।

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের নবম দিনের কোথায় ফ্রিতে লাইভ দেখতে পাবেন?

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের নবম দিন Jio Cinema-এ লাইভ স্ট্রিমিং দেখা যাবে৷

Tags: Athlete, Neeraj Chopra

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here