Home আপডেট New species found in Digha: নতুন প্রজাতির প্রাণীর মিলল দিঘায়, নাম রাখা হল রাষ্ট্রপতির নামে

New species found in Digha: নতুন প্রজাতির প্রাণীর মিলল দিঘায়, নাম রাখা হল রাষ্ট্রপতির নামে

New species found in Digha: নতুন প্রজাতির প্রাণীর মিলল দিঘায়, নাম রাখা হল রাষ্ট্রপতির নামে

[ad_1]

নতুন প্রজাতীর অমেরুদণ্ডী প্রাণীর খোঁজ মিলল দিঘার সমুদ্রে। জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিজ্ঞানীরা সমুদ্রে এই নতুন প্রজাতির প্রাণীর খোঁজ পেয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সম্মান জানিয়ে এই বিশেষ প্রজাতির প্রাণীর নামকরণ করা হয়েছে।

রাষ্ট্রপতির নামে নামকরণ

সমুদ্রে গবেষণা চালাতে গিয়ে এই হেড শিল্ড সামুদ্রিক স্ল্যাগের খোঁজ মিলেছে। রাষ্ট্রপতির নামে এই নতুন প্রজাতির প্রাণীর নাম দেওয়া হয়েছে মেলানোক্ল্যালমিস দ্রৌপদী। ওল্ড দিঘার ঘাট থেকে এই প্রাণীটিকে উদ্ধার করা হয়েছে। ওল্ড দিঘার মেরিন অ্যাকোয়ারিয়ামে প্রাণীটিকে বর্তমানে রাখা হয়েছে। দিঘায় ঘুরতে আসা পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ মেরিন অ্যাকোয়ারিয়াম। সেখানেই এবার তাদের দেখা যাবে।

কী এই মেলানোক্ল্যালমিস দ্রৌপদী?

শামুক প্রজাতির এই অমেরুদণ্ডী প্রাণীর নামকরণ করা হয়েছে মেলানোক্ল্যালমিস দ্রৌপদী। এটি হেড শিল্ড সামুদ্রিক স্ল্যাগ। এই প্রাণীর বাইরেটা নরম বাদামি অংশের এক প্রকার খোলে ঢাকা। প্রাণীটি লম্বায় সাত মিলিমিটার। নানা ধরনের সামুদ্রিক প্রাণী এর খাদ্য। জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিজ্ঞানীরা জানিয়েছেন, ২০২২ সালে প্রথম এই শামুক প্রজাতির এই অমেরুদণ্ডী সামুদ্রিক প্রাণীর খোঁজ মেলে।

গবেষকরা জানিয়েছেন, নতুন প্রজাতির এই অমেরুদণ্ডি প্রাণীটি ওল্ড দিঘা থেকে উদয়পুর পর্যন্ত ২ কিলোমিটার পর্যন্ত নতুন প্রজাতির এই প্রাণীটির দেখা মেলে।

দিঘার মেরিন অ্যাকোরিয়াম থাকবে প্রাণীটি

জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিজ্ঞানীরা জানিয়েছেন, আপাতত দিঘা মেরিন অ্যাকোরিয়ামে থাকবে প্রাণীগুলি। সংস্থার বিজ্ঞানী রিসার্চ সেন্টারের বিজ্ঞানী প্রসাদ টুডু বলেন, ‘২০২২ সালে প্রথম শামুক প্রজাতির এই অমেরুদণ্ডী সামুদ্রিক প্রাণীর খোঁজ পাওয়া যায় দিঘা সমুদ্রে। এর পর নানা ধরনের পরীক্ষা ও ডিএনএ টেস্টের মাধ্যমে নতুন প্রজাতিকে চিহ্নিত করা হয়।’ পর্যটকরা দিঘা মেরিন অ্যাকোরিয়ামে গেলে সেখানে এই প্রাণীটির দেখা পাবেন।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here