Home খেলাধুলো মহিলা টি-২০ বিশ্বকাপে নো-বলের জন্য নতুন প্রযুক্তি

মহিলা টি-২০ বিশ্বকাপে নো-বলের জন্য নতুন প্রযুক্তি

মহিলা টি-২০ বিশ্বকাপে নো-বলের জন্য নতুন প্রযুক্তি

 

ক্রিকেটে বোলারদের পায়ের নো-বল অর্থাৎ ওভারস্টেপিংয়ের নো বল ধরতে নতুন প্রযুক্তির ব্যবহার শুরু করবে আইসিসি। অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া মহিলা টি-২০ বিশ্বকাপ থেকেই নো-বলের জন্য নতুন প্রযুক্তির ব্যবহার শুরু হবে।

 

নতুন প্রযুক্তির পরীক্ষা-নিরীক্ষার জন্য ভারত ও ওয়েস্ট ইন্ডিজে ১২টি ম্যাচে ব্যবহার করা হয়েছে। অস্ট্রেলিয়ায় আগামী ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মহিলাদের টি-২০ বিশ্বকাপ। চলবে ৮ মার্চ পর্যন্ত।
নতুন এই প্রযুক্তির মাধ্যমে টেলিভিশন আম্পায়ার বোলারের প্রতিটি বলে পা ফেলার জায়গা পর্যবেক্ষণ করবেন। লাইনের বাইরে পা পড়লেই সাথে মাঠের আম্পায়ারকে জানাবেন টেলিভিশন আম্পায়ার। পায়ের নো-বল ছাড়া বাকি অন্য সকল নো-বল অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্বেই থাকছে।