Home খেলাধুলো বিশ্বমঞ্চে নিউজিল্যান্ড যুবা ক্রিকেট দলের অভাবনীয় ‘স্পোর্টসম্যান স্পিরিট’

বিশ্বমঞ্চে নিউজিল্যান্ড যুবা ক্রিকেট দলের অভাবনীয় ‘স্পোর্টসম্যান স্পিরিট’

বিশ্বমঞ্চে নিউজিল্যান্ড যুবা ক্রিকেট দলের অভাবনীয় ‘স্পোর্টসম্যান স্পিরিট’

 

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। কোয়ার্টার ফাইনালের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে নিউজিল্যান্ড। এই ম্যাচেই এমন একটি দৃশ্যের সাক্ষী থেকেছে ক্রিকেটবিশ্ব যে নিউজিল্যান্ড যুবাদের সবাই সাধুবাদ জানিয়েছেন। রান নিতে গিয়ে আহত হন এক ক্যারিবীয় ব্যাটসম্যান কির্ক ম্যাকেঞ্জি।

ম্যাকেঞ্জিকে কোলে করে মাঠের বাইরে নিয়ে যান কিউই ক্রিকেটাররা। তারা স্ট্রেচারের অপেক্ষা করেননি। ব্যাটসম্যানের অবস্থা খুব খারাপ ছিল। এই দৃশ্য দেখে আবেগে ভেসেছে ক্রিকেট।

প্রসঙ্গত ক্যারিবীয়দের ইনিংসের ৪৩তম ওভারের ঘটনা। সেঞ্চুরি থেকে ১ রান দূরে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের কির্ক ম্যাকেঞ্জি। ৯৯ রানে খেলতে থাকা ম্যাকেঞ্জির পায়ের মাংসপেশিতে টান ধরে । তখনকার মতো মাঠ ছেড়ে যান তিনি। তারপর নবম উইকেট পতনের পর আবারও মাঠে নামেন তিনি। তবে প্রথম বলেই আউট হয়ে যান। তখন ম্যাকেঞ্জির শারিরীক পরিস্থিতি এমন ছিল যে, মাঠে তিনি দাঁড়াতেই পারছিলেন না!

এমন অবস্থায় এগিয়ে আসেন কিউই ক্রিকেটাররা। জেসে তাশকফ ও জোসেফ ফিল্ড নামক দুই তরুণ ক্রিকেটার ম্যাকেঞ্জিকে কোলে করে নিয়ে যান মাঠের বাইরে।