Home আপডেট বিশ্বকাপ ফুটবলের দু: স্বপ্ন ফিরলো নেইমারের

বিশ্বকাপ ফুটবলের দু: স্বপ্ন ফিরলো নেইমারের

ব্রাজিল বিশ্বকাপে কোমরে গুরুতরো চোট পেয়ে সেমিফাইনালে জার্মানির বিপক্ষে ম্যাচে ছিটকে গেছিলেন নেমার। সেই স্মৃতি উস্কে দিয়ে লিগ ওয়ানে মার্সেইয়ের বিরুদ্ধে গোড়ালিতে চোট পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়েন পিএসজি’র ব্রাজিলিয় তারকা নেইমার জুনিয়র।

স্ক্যান রিপোর্টে জানা গেছে, নেইমারের ডান পায়ের গোড়ালি মচকে মেটাটারসাল হাড় ভেঙেছে। তবে ফিট হয়ে মাঠে ফিরতে নেইমারের কতদিন সময় লাগবে সে বিষয়ে কোনও সঠিক তথ্য এখনও পাওয়া যায়নি। সাধারণত মেটটারসাল হাড় ভাঙলে অন্তত এক সপ্তাহ থেকে এক মাস সময় লাগেতে পারে বলে জানাচ্ছেন চিকিৎসকরা। প্যারিস সাঁ জাঁ ক্লাব সূত্রে খবর, মঙ্গলবার ফের স্ক্যান করা হবে নেইমারের।

পরিস্থিতি যা তাতে বুধবার মার্সেইয়ের বিরুদ্ধে ফ্রেঞ্চ কাপের কোয়ার্টার ফাইনালে এবং সপ্তাহের শেষে লিগ ওয়ানে ত্রয়ের বিরুদ্ধে  মাঠেই নামতে পারবেন না নেইমার। ৬ মার্চ রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে প্যারিসে নেইমারের মাঠে নামার সম্ভবনা নেই বললেই চলে। নেইমার নিজেই সে কথা টুইট করে জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here