Home আপডেট NIA এসপি ধনরামকে দিল্লিতে তলব, ডিজি-রও পরিবর্তন চেয়ে এ খবর জানালেন কুণাল

NIA এসপি ধনরামকে দিল্লিতে তলব, ডিজি-রও পরিবর্তন চেয়ে এ খবর জানালেন কুণাল

NIA এসপি ধনরামকে দিল্লিতে তলব, ডিজি-রও পরিবর্তন চেয়ে এ খবর জানালেন কুণাল

[ad_1]

ভূপতিনগর কাণ্ডে এনআইএ-র বিরুদ্ধে বিজেপির সঙ্গে যোগসাজশের অভিযোগ এনেছে তৃণমূল। এমনকি এনআইএ এসপি বিরুদ্ধে টাকা নেওয়ারও অভিযোগ আনা হয়েছে। তৃণমূলের অভিযোগকে গুরুত্ব দিয়ে তাঁকে তড়িঘড়ি দিল্লিতে তলব করা হয়েছে। বদলে এনআইএ-র দায়িত্ব সামলাতে পাটনা থেকে আনা হচ্ছে রাকেশ রোশনকে। তিনি ভূপতিনগর কাণ্ডের তদন্তে দেখভাল করবেন। মঙ্গলবার এক্স হ্যান্ডেলে এ খবর দিয়েছেন, কুণাল ঘোষ। যদিও এনআইএ-র পক্ষ থেকে এ নিয়ে কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি। 

তৃণমূলের অভিযোগ

তৃণমূলের অভিযোগ ছিল, ভূপতিনগরে কী ভাবে ‘অক্যাশন’ হবে তা নিয়ে এনআইএ এসপি ধনরামের বাড়িতে বৈঠক হয় বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির সঙ্গে। তৃণমূল নেতাদের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হবে, ২৬ মার্চ তা এসপি-র বাড়ি বসে ঠিক করা হয়। এই অভিযোগ তুলে সরব হয় তৃণমূল। সাংবাদিক বৈঠকে এই অভিযোগ স্বপক্ষে তথ্য প্রমাণও হাজির করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি, এনআইএ এসপি-র ফ্ল্যাটের ভিজিটর রেজিস্ট্রার ফটোকপি তুলে দেখান সেখানে জিতেন্দ্র তেওয়ারি সই রয়েছে। কুণাল অভিযোগ তোলেন, সাদা প্যাকেটে টাকাও দেওয়া হয়েছে বলেও।

আরও পড়ুন। প্রচারে মহিলাকে ‘চুমু’ বাংলার BJP সাংসদের, দাবি TMC-র, বলল ‘মোদীর গ্যারান্টি’

যদিও এনআইএ-র পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। অভিযোগ অস্বীকার করেছেন, বিজেপি নেতা জীতেন্দ্র তেওয়ারিও। তিনি জানান, এক সপ্তাহের মধ্যে তৃণমূল রাজ্য নেতৃত্ব যদি তার বিরুদ্ধে তোলা এনআইএ নিয়ে আপত্তিজনক অভিযোগ প্রত্যাহার না করেন তাহলে মানহানির মামলা করবেন। ভোটের আগে একে তৃণমূলের ষড়যন্ত্র বলে মন্তব্য করেন তিনি। বিজেপিও তৃণমূলের তোলা অভিষোগকে অস্বীকার করেছে।

আরও পড়ুন। মোদীর পকেটে NIA, সার্জিক্যাল স্ট্রাইক হবে, ভূপতিনগর কাণ্ডে তরজায় মমতা-দিলীপরা

বৈঠক নিয়ে প্রেস বিজ্ঞপ্তির দাবি

ধনরাম সিংকে দিল্লিতে তলবের খবর জানিয়ে কুণাল ঘোষের আবেদন করেছেন, ওই বৈঠকের কথা যেন গোপন করা না হয়। কারণ, একে তৃণমূলের বিরুদ্ধে বড়সড় ‘ষড়যন্ত্র’ বলেই মনে করছে দল। পাশাপাশি এনআইএ-র ডিজি বদলের দাবিও তুলেছে তৃণমূল। তৃণমূল নেতা লিখেছেন, ‘এনআইএ ডিআর সিং-এর বিরুদ্ধে পদক্ষেপের কথা উল্লেখ করে যথাযথ প্রেস রিলিজ বের হওয়া উচিত। তদুপরি, আমরা ডিজি এনআইএ-র পরিবর্তনের দাবি জানাই, কারণ তিনি ডিআর সিং-এর কার্যকলাপ সহ পুরো বিষয়টির জন্য দায়ী।’

যদি এই অভিযোগ নিয়ে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে তৃণমূল। দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনেও অভিযোগ দায়ের করা হয়েছে।

আরও পড়ুন। NIA ওপর হামলার পর আদালত খুলতেই বিচারপতির চরম ভর্ৎসনার মুখে ভূপতিনগর থানার OC

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here