Home আপডেট NIA attacked in Bhupatinagar: হাতে আঁচড়, গুরুতর আঘাতের ধারা, ভূপতিনগর কাণ্ডে হাইকোর্টের প্রশ্নের মুখে পুলিশ

NIA attacked in Bhupatinagar: হাতে আঁচড়, গুরুতর আঘাতের ধারা, ভূপতিনগর কাণ্ডে হাইকোর্টের প্রশ্নের মুখে পুলিশ

NIA attacked in Bhupatinagar: হাতে আঁচড়, গুরুতর আঘাতের ধারা, ভূপতিনগর কাণ্ডে হাইকোর্টের প্রশ্নের মুখে পুলিশ

[ad_1]

ভূপতিনগরে বিস্ফোরণ কাণ্ডে এনআইএ-র উপরে হামলার ঘটনায় মূল মনোব্রত জানা। তাঁর স্ত্রীর করা অভিযোগের ভিত্তিতেই পুলিশ এনআইএ-র বিরুদ্ধে মামলা দায়ের করেছে। সব ঘটনাবলী শুনে বিস্ময় প্রকাশ করলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। এফআইআরএ যুক্ত ধারা নিয়েও প্রশ্ন করেছে আদালত।

তদন্ত না করেই এফআইআর!

মনোব্রত জানাকে গ্রেফতার করেছে এনআইএ। বুধবার আদালতে পুলিশের উদ্দেশে বিস্ময় প্রকাশ করে বিচারপতি বলেন, ‘মনোব্রতর বিরুদ্ধে নিম্ন আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তাঁর স্ত্রী এসে কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে অভিযোগ করল। তৎক্ষণাফৎ তার ভিত্তিতে এফআইআর করে দিলেন! কোনও তদন্ত করা হল না। সিসি ক্যামেরার ফুটেজ দেখা হল না!’

আরও পড়ুন। সন্দেশখালি নিয়ে নালিশ জানাতে ইমেল আইডি দিল সিবিআই, লিখে নিন, কাজে লাগতে পারে

আরও পড়ুন। ট্রাফিক পুলিশের CBIকেও কেউ মানে না, বললেন ফিরহাদ, তুলনাকে ‘সেম সাইড’ বললেন সুকান্ত

ধারা নিয়েও প্রশ্ন

বিচারপতি জয় সেনগুপ্ত রাজ্যের আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চান, ‘মনোব্রতর স্ত্রীর অভিযোগে পুলিশ কী ভাবে ৩২৫ ধারা যুক্ত করল? ৩২৫ ধারা সাধারণত গুরুতর আঘাতের ক্ষেত্রে দেওয়া হয়। কিন্তু মনোব্রতর হাতে আঁচড় লাগে বলেই জানা যাচ্ছে। তাঁর শরীরে কোনও রকম গুরুতর আঘাতের চিহ্ন নেই। তা সত্বেও কেন এই ধারা যোগ করা হল। রাজ্যের আইনজীবী উত্তর দিতে পারেননি।

আরও পড়ুন: ED – CBI নয়, পাহাড়ে নিয়োগ দুর্নীতিতে পার্থর বিরুদ্ধে FIR করল মমতার সরকার
আরও পড়ুন। খোঁজ পাওয়া গেল বিজেপি নেতার অপহৃত ছেলের, উদ্বারেও টান টান রহস্য

আদালতের শর্ত

বুধবার বিচারপতি সেনগুপ্তের নির্দেশ দিয়েছেন, এনআইএ-র বিরুদ্ধে গ্রেফতার বা অন্য কোনও পদক্ষেপ করা যাবে না। জিজ্ঞাসাবাদের জন্য কমপক্ষে ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে। ভিডিয়ো কনফারেন্সে এনআইএ-র আধিকারিককে পুলিশ চাইলে জিজ্ঞাসাবাদ করতে পারে।

একটি এনআইএ-র করা এবং অন্যটি মনোব্রতের স্ত্রীর করা এফআইআর নিয়ে রাজ্যের বক্তব্য সাত দিনের মধ্যে জানাতে বলেছে হাই কোর্ট। পরের এক সপ্তাহে এনআইএ তাদের বক্তব্য জানাবে। ২৯ এপ্রিল পরবর্তী শুনানি।

আরও পড়ুন। আইনের তোয়াক্কা না করেই হোটেল–রিসর্ট গড়ে উঠছে মৌসুনি দ্বীপে, হলফনামা তলব কলকাতা হাইকোর্টের

আরও পড়ুন। সংঘাত অতীত! বিশ্ববিভারতীর সেমিনারে বক্তব্য রাখলেন অমর্ত্য সেন, খোলা হাওয়া শান্তিনিকেতনে

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here