Home আপডেট Nirapada Sardar: সব বিপক্ষে চলে যাচ্ছে দেখে এখন শাহজাহানকে গ্রেফতারের কথা বলছে: নিরাপদ সরদার

Nirapada Sardar: সব বিপক্ষে চলে যাচ্ছে দেখে এখন শাহজাহানকে গ্রেফতারের কথা বলছে: নিরাপদ সরদার

Nirapada Sardar: সব বিপক্ষে চলে যাচ্ছে দেখে এখন শাহজাহানকে গ্রেফতারের কথা বলছে: নিরাপদ সরদার

[ad_1]

শেখ শাহজাহানকে আড়াল করছে পুলিশ ও তৃণমূল। আজ সব কিছু যখন বিপক্ষে চলে গিয়েছে তখন তারা শাহজাহানকে গ্রেফতারির কথা বলছে। জেল থেকে বেরিয়ে এই দাবি করলেন সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সরদার। তিনি প্রশ্ন করেন, আমি তো এতদিন ছিলাম না, তাহলে সন্দেশখালিতে বিক্ষোভ হচ্ছে কেন?

নিরাপদবাবু বলেন, ‘কেন আজ সাত দিনের মধ্যে গ্রেফতার করার কথা বলছে? আমাদের পার্টি, আমি বারে বারে বলেছি শেখ শাহজাহান কোথায় আছে। তৃণমূল তাদেরকে গার্ড করেছে। পুলিশ তাদের পাহারা দিয়েছে। আজকে যখন সবটা বিপক্ষে চলে যাচ্ছে তখন বলছে সাত দিনের মধ্যে গ্রেফতার করতে হবে? ইয়ারকি পেয়েছে সন্দেশখালির মানুষের সঙ্গে? কেন আজ সন্দেশখালির মানুষ ১৪৪ ধারার মধ্যে থাকবে? এজন্য সম্পূর্ণ তৃণমূল ও তার নেতারা দায়ী’।

তিনি বলেন, ‘কাল এসেছিল শিবু হাজরা। তাকে আমি জিজ্ঞাসা করলাম তুমি আমার বিরুদ্ধে কেস করেছো কেন? ওই মহিলারা এসেছিল ৫ ফেব্রুয়ারি। থানায় গেছিল, তাদের টাকা দেওনি কেন? কেন আজকে তোমার নেতারা টাকা দেওয়া হবে বলে বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছে? তিন বছর ধরে টাকা দেয়নি কেন? কেন ১০০ দিনের টাকা লুঠ করেছে? চোরেদের গার্ড করার জন্য আজ ১০০ দিনের টাকা দিচ্ছে’।

নিরাপদবাবুর অভিযোগ, ‘যেখানে যেখানে আমাদের রাজ্যে এই ঘটনা ঘটেছে সেখানেই মমতা ব্যানার্জি এই কাজ করে। সন্দেশখালিতেও এই ঘটনা ঘটেছে। চেষ্টা করছে জমি ফেরত দেওয়ার। কী করে ফেরত দেবে? তার তো একটা আইন আছে। সব নিজের মতো করে। ওখানে আমাদের নেতারা কেউ যেতে পারছে না। ছেলে মেয়েরা কেউ যেতে পারছে না। আর তৃণমূল নেতারা সেখানে গিয়ে হরিকীর্তন করছে? ইয়ারকি পেয়েছে?’

তাঁর প্রশ্ন, ‘আমি তো সন্দেশখালিতে নেই। তাহলে কেন এখনও অশান্তি হচ্ছে? কেন তৃণমূল নেতারা পালিয়ে বেড়াচ্ছে। কাল এক নেতা পালিয়ে এসে হুমড়ি খেয়ে কোর্টে আমার সামনে কান্নাকাটি করছে। আমাকে বাঁচাও। যত দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের শোষণ থাকবে ততদিন এই ক্ষোভ থাকবে। আমি মমতা ব্যানার্জিকে বলেছিলাম, যতদিন আমাকে জেলে রাখবেন ততদিন আপনার ঘুম থাকবে না’।

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here