Home আপডেট Nusrat Jahan: সশরীরে হাজির হতে হবে, ফ্ল্যাট ‘প্রতারণা’ মামলায় নুসরতকে নির্দেশ আদালতের

Nusrat Jahan: সশরীরে হাজির হতে হবে, ফ্ল্যাট ‘প্রতারণা’ মামলায় নুসরতকে নির্দেশ আদালতের

Nusrat Jahan: সশরীরে হাজির হতে হবে, ফ্ল্যাট ‘প্রতারণা’ মামলায় নুসরতকে নির্দেশ আদালতের

[ad_1]

ফ্ল্যাট প্রতারণা মামলায় অভিনেত্রী নুসরত জাহানকে আদালতে হাজিরা দিতে হবে। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে আলিপুর জজ কোর্ট। এর আগে একাধিকবার মামলার শুনানিতে হাজির হননি নসরত। তাঁর আইনজীবীকে পাঠিছেন। এবার আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, আদালতকক্ষে সশরীরে হাজিরা দিতে হবে বসিরহাটের তৃণমূল সাংসদকে।

‘সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড’ একটি সংস্থার ডিরেক্টর ছিলেন নুসরত ২০১৪-২৫ সালে। সে সময় ফ্ল্যাট দেওয়ার নাম করে ব্যাঙ্কে কর্মীদের কাছ টাকা নেয় সংস্থাটি। ৪০০-র বেশি প্রবীণ নাগরিকের থেকে সাড়ে পাঁচ লক্ষ করে টাকা নেয় এই সংস্থাটি। বদলে তাঁদের ১ হাজার বর্গফুটের ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু পরে সেই ফ্ল্যাট তাঁরা পাননি। এর পর তাঁরা আলিপুর আদালতে মামলা করেন। বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা এই ব্যাঙ্ক কর্মীদের নিয়ে ইডির দফতরে গিয়েছিলেন।

এর মধ্যে নুসরত পাম অ্যাভিনিউয়ে একটি ফ্ল্যাট কেনেন। ব্যাঙ্ককর্মীরা গড়িয়াহাট থানায় নুসরতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

পড়ুন। বাইকের পিছনে ট্রাকের ধাক্কা, ছেলেকে স্কুলে দিয়ে ফেরার পথে মর্মান্তিক মৃত্যু বধূর

ওই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে কলকাতা পুলিশ এবং ইডির গোয়েন্দারা।ফ্ল্যাট ‘প্রতারণা’র অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তৃণমূল সাংসদকে ডেকে পাঠায় ইডি। গত বছর সেপ্টেম্বর মাসে সিজিও কমপ্লেক্সে নুসরতকে প্রায় সাড়ে ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।

পড়ুন। ইডি অফিসে থেকে টাকা তছরুপ করে চলে গেল কর্মী, পুলিশের দ্বারস্থ হলেন শীর্ষকর্তা

ওই জিজ্ঞাসাবাদের পর পরই কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠক ডাকেন নুসরত। তিনি জানান, অভিযোগ ওঠার অনেক আগেই তিনি সংশ্লিষ্ট সংস্থা ছেড়ে দিয়েছিলেন। এ ছাড়াও তিনি জানান, কয়েক কোটি টাকা তিনি সংশ্লিষ্ট কোম্পানি থেকে ঋণ নিয়েছিলেন। সেই ঋণের টাকা তিনি কড়ায়-গণ্ডায় শোধ করে দিয়েছেন।

আলিপুর জজ কোর্ট ব্যাঙ্ক কর্মীদের করা মামলাটিও চলতে থাকে। সেই মামলায় আদালতে নিজে না হাজির হয়ে তাঁর আইনজীবীকে পাঠান নুসরত। কিন্তু এবার আদালত তাঁকে সশরীরে হাজির হতে বলেছেন বিচারক।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here