Home খেলাধুলো ODI World Cup 2023 রোহিত-ইশানের মধ্যে বিশ্বকাপের প্রথম একাদশে কে খেলবেন? দল ঘোষণার দিনই জবাব দিলেন রোহিত শর্মা

ODI World Cup 2023 রোহিত-ইশানের মধ্যে বিশ্বকাপের প্রথম একাদশে কে খেলবেন? দল ঘোষণার দিনই জবাব দিলেন রোহিত শর্মা

ODI World Cup 2023 রোহিত-ইশানের মধ্যে বিশ্বকাপের প্রথম একাদশে কে খেলবেন? দল ঘোষণার দিনই জবাব দিলেন রোহিত শর্মা

[ad_1]

ক্যান্ডি: মঙ্গলবার আসন্ন একদিনের বিশ্বকাপের দল ঘোষণা করেছে বিসিসিআই। চলতি এশিয়া কাপের মাঝখানে ক্যান্ডি থেকে দল ঘোষণা করা হয়। ১৫ জনের দলে সেভাবে কোনও বড় চমক নেই। এশিয়া কাপের ১৭ জনের দল থেকে প্রসিদ্ধ কৃষ্ণা ও তিলক বর্মাকে ছাড়া সকলকেই বিশ্বকাপের দলে রাখা হয়েছে। উইকেটকিপার-ব্যাটার হিসেবে দলে রাখা হয়েছে কেএল রাহুল ও ইশান কিশানকে। কিন্তু বিশ্বাকাপের প্রথম একাদশে কে খেলবেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

বিশ্বকাপের দল ঘোষণার পর এই প্রশ্নের সম্মুখীন হলে সোজাসুজি জবাব দেন অধিনায়ক রোহিত শর্মা। ভারত অধিনায়ক বলেন,”দলে কাকে খেলানো হবে সেটা এখন বলা সম্ভব নয়। প্রথম একাদশ নির্বাচন করা হবে আমরা কোন পরিস্থিতিতে খেলছি, আমাদের প্রতিপক্ষ কোন দল সব দিক বিচার করে তারপর ঠিক করা হবে। যখন যাকে নিলে আমাদের বেশি সুবিধা হবে তাঁকেই কেলানো হবে। প্রয়োজন হলে দুজনকে একসঙ্গেও খেলিয়ে দিতে পারি।  অসম্ভব বলে কিছুই নেই।”

বিশ্বকাপে ভারতীয় দলের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল , বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, কেএল রাহুল (উইকেটকিপার), ইশান কিশান (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (সহ অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব।

আরও পড়ুনঃ Virat Kohli: ব্যাটার বিরাট কোহলি নয়, এবার ফিল্ডার হিসেবে গড়লেন অনন্য নজির

প্রসঙ্গত, দিন কয়েক আগে জানা গিয়েছিল বিসিসিআই সরকারি ঘোষণা না করলেও বিশ্বকাপের দল চূড়ান্ত হয়ে গিয়েছে। অপেক্ষা ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণার।  নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর শ্রীলঙ্কায় উড়ে গিয়েছিলেন, সেখানে তিনি ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে দেখা করেছিলেন এবং শোনা গিয়েছিল সেখানেই নাকি দল বেছে নিয়েছিলেন তারা। এদিন শুধু আনুষ্ঠানিক ঘোষণা হল।

Tags: ICC World Cup 2023, Ishan kishan, KL Rahul, ODI world cup 2023, Rohit Sharma, Team India

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here