Home খেলাধুলো ODI World Cup 2023, India vs England : লখনউতে চমকাবে কার ‘লাক’, রইল মেগা ম্যাচের টস আপডেট

ODI World Cup 2023, India vs England : লখনউতে চমকাবে কার ‘লাক’, রইল মেগা ম্যাচের টস আপডেট

ODI World Cup 2023, India vs England : লখনউতে চমকাবে কার ‘লাক’, রইল মেগা ম্যাচের টস আপডেট

[ad_1]

লখনউ:  লখনউতে ভারতের লাকে কী রয়েছে৷  পাঁচ ম্যাচে পাঁচে-পাঁচ৷ ছয় নম্বর ম্যাচে সেই জয়ের ধারা বজায় রাখার জন্য মরিয়া টিম ইন্ডিয়া৷ রবিবাসরীয়  একানা ক্রিকেট স্টেডিয়ামের ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ ঘিরে ফ্যানদের মধ্যে চূড়ান্ত উন্মাদনা৷ এই ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত ইংল্যান্ডের। এবারের বিশ্বকাপে প্রথমবার প্রথমে ব্যাট করবে ভারত।

রবিবার বিশ্বকাপের ২৯তম ম্যাচ হচ্ছে ভারত ও ইংল্যান্ডের মধ্যে। লখনউয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ি একানা স্টেডিয়ামে দুই দলই মুখোমুখি হবে। ভারত যদি তার টানা ষষ্ঠ জয়ের দিকে তাকিয়ে থাকে তবে ইংল্যান্ড দল হারানোর ধারা ভাঙার চেষ্টা করবে।

আরও পড়ুন –  Ind vs Eng Astro Tips: এক অধিনায়কের সর্বার্থ সিদ্ধিযোগ অন্যজনের প্রচ্ছন্ন মঙ্গল যোগ, কার ভাগ্যে জয়লক্ষ্মী

লখনউয়ের ওয়েদার আপডেট
লখনউতে ম্যাচ আজ আর কিছুক্ষণের মধ্যেই। Accuweather-এর ওয়েদার আপডেট অনুসারে ম্যাচ শুরুর সময়ে তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই।  রাতে তাপমাত্রা দ্রুত কমবে এবং তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। সন্ধ্যার পর ম্যাচে শিশিরের প্রভাব থাকবে। এই পরিস্থিতিতে টস জিতে প্রথমে বোলিং করতে চাইবে দল। শিশির পড়ার কারণে ফিল্ডিং সাইডের অসুবিধা হয় এবং ব্যাটিং সহজ হয়।

বৃষ্টি নেই লখনউতে Photo Courtesy- Accuweather

পয়েন্ট টেবিলে পাঁচ ম্যাচে ভারতের ১০ পয়েন্ট। তাদের আগে শুধু রয়েছে দক্ষিণ আফ্রিকা তারা ৬ ম্যাচের পাঁচটিতে জিতে তারা এক নম্বরে৷ ইংল্যান্ড একই সংখ্যক ম্যাচ খেলে তাদের অ্যাকাউন্টে মাত্র দু -পয়েন্ট রয়েছে। আরও একটি হার মানে গতবারের বিশ্বচ্যাম্পিয়ন দল সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে যাবে।

Can England make the semis? 🤔

Is India guaranteed a spot in the final four? 🤷#CWC23 State of Play 👇

— ICC (@ICC) October 29, 2023

Tags: ICC World Cup 2023, Ind vs Eng

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here