Home আপডেট Originally from Pune, St. Stephen’s graduate Ajay Banga is the next president of the World Bank

Originally from Pune, St. Stephen’s graduate Ajay Banga is the next president of the World Bank

Originally from Pune, St. Stephen’s graduate Ajay Banga is the next president of the World Bank

[ad_1]

নয়াদিল্লি : বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট পদের দায়িত্ব পাচ্ছেন ভারতীয় বংশোদ্ভুত মার্কিন নাগরিক অজয় বাঙ্গা। বিশ্ব ব্যাংকের বোর্ডের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, আগামী জুন মাসে প্রেসিডেন্ট পদের দায়িত্ব নেবেন বাঙ্গা। চলতি বছরের ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেন বিশ্ব ব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট হবেন অজয় বাঙ্গা।  প্রথা অনুযায়ী এই ব্যাপারে চূড়ান্ত প্রস্তাব দেন আমেরিকার প্রেসিডেন্ট।

অবশ্য এর কারণ সম্প্রতি বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাসের মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগের ঘোষণা করেন। ম্যালপাসের পদত্যাগের ঘোষণার পর তাঁর জায়গায় অজয় বাঙ্গাকে বেছে নেন বাইডেন। ২০১৯ সালের এপ্রিলে বিশ্বব্যাংকে নিয়োগ পাওয়া ডেভিড ম্যালপাসের পাঁচ বছরের মেয়াদ ২০২৪ সালের এপ্রিলে শেষ হওয়ার কথা। কিন্তু প্রায় এক বছর আগেই তিনি ওই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত  নেন।

 ছিঃ! স্কুল ছাত্রীর সঙ্গে এ কী করলেন পুলিশ অফিসার! যোগীরাজ্যের ঘটনায় নিন্দার ঝড়, দেখুন…

আদতে পুনের ক্যান্টনমেন্ট এসাকায় বড় হওয়া অজয় বাঙ্গার বয়স ৬৩ বছর। বাবা ছিলেন সেনাবাহিনির অফিসার। দিল্লির সেন্ট স্টিফেনস কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক হওয়ার পর আহমেদাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট থেকে এমবিএ ডিগ্রি পান তিনি। পড়াশোনা শেষ করে তিনি নেস্‌লে ইন্ডিয়ায় কর্মজীবন শুরু করেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রের সিটি ব্যাংকের ভারত ও মালয়েশিয়া শাখায় কাজ করেন।

১৯৯৬ সালে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। এরপর ১৩ বছর অজয় বাঙ্গা পেপসিকোর বিভিন্ন পদে কাজ করেন। তিনি পেপসিকোর ভারত ও দক্ষিণ–পূর্ব এশিয়া অঞ্চলের সিইও হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি আমেরিকার ইকুইটি প্রতিষ্ঠান জেনারেল আটলান্টিকের ভাইস চেয়ারম্যান পদে কর্মরত। এর আগে তিনি মাস্টারকার্ডের এক্সিকিউটিভ চেয়ারম্যান আর সিইও ছিলেন।

 অর্চনার স্বপ্ন সফল, বিহারের প্রথম মহিলা হিসেবে যা করলেন এই মহিলা! সবার কাছে অনুপ্রেরণা

২০১৬ সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন অজয় বাঙ্গা। তাঁর নতুন দায়িত্বের বিষয়ে বিশ্ব ব্যাংকের বোর্ড-এর তরফে জানানো হয়েছে, সার্বিকভাবে পরিবর্তিত বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতিতে অজয় বাঙ্গার সঙ্গে কাজ করার জন্য অপেক্ষায় আছে ব্যাংক কর্তৃপক্ষ।

Tags: President, USA, World bank

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here