Home আপডেট পদ্মবিভূষণ মেরি কম ও পদ্মভূষণের জন্য় পিভি সিন্ধুর নাম মনোনীত

পদ্মবিভূষণ মেরি কম ও পদ্মভূষণের জন্য় পিভি সিন্ধুর নাম মনোনীত

পদ্মবিভূষণ মেরি কম ও পদ্মভূষণের জন্য় পিভি সিন্ধুর নাম মনোনীত

এ বছর পদ্মবিভূষণের জন্য় ছ’বারের বিশ্বচ্য়াম্পিয়ন মেরি কম ও পদ্মভূষণের জন্য় দেশের বিশ্বচ্য়াম্পিয়ন শাটলার পিভি সিন্ধুর নাম মনোনীত করা হয়েছে।

৩৬ বছরের মণিপুরী বক্সার মেরি একমাত্র মহিলা যিনি ছ’বারের জন্য় বিশ্ব অ্যামেচার বক্সিং চ্য়াম্পিয়ন হয়েছেন। তিনিই একমাত্র মহিলা বক্সার সাতটি বিশ্ব চ্য়াম্পিয়নশিপে কোনও না কোনও পদক পেয়েছেন। পদ্মবিভূষণের জন্য় প্রথম মহিলা হিসাবেই মনোনয়ন পেলেন তিনি। ভারতরত্নের পর এটি দেশের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান।

ব্যাডমিন্টনে দেশের নাম উজ্জ্বল করেছেন সিন্ধু। অলিম্পিক রপো জয়ী গত মাসে প্রথম ভারতীয় হিসাবে সুইজারল্য়ান্ডের বাসেল থেকে ছিনিয়ে এনে ছিলেন বিশ্ব ব্য়াডমিন্টন চ্য়াম্পিয়নশিপের খেতাব।জাপানের নোজোমি ওকুহারাকে ২১-৭ ২১-৭ হারিয়ে দেশের মুখ উজ্জ্বল করলেন সোনার মেয়ে। ২০১৫ সালে পদ্মশ্রী পেয়েছিলেন গোপীচাঁদের শিষ্য়া। এবার তিনি পেলেন দেশের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মানের মনোনয়ন।

মেরি-সিন্ধু ছাড়াও পদ্ম পুরস্কারের মনোনয়ন পেয়েছেন কুস্তিগীর বিনেশ ফোগাট, টেবিল টেনিস স্টার মণিকা বাত্রা, ভারতের টি-২০ দলের ক্য়াপ্টেন হরমনপ্রীত কউর, হকির ক্য়াপ্টেন রানি রামপাল, প্রাক্তন শুটার সুমা শিরুর ও পর্বতারোহী জমজ বোন তাশি ও নুংশি মালিক।