Home খেলাধুলো পাকিস্তানের জার্সির সাথে মিল বাংলাদেশের, বিতর্ক

পাকিস্তানের জার্সির সাথে মিল বাংলাদেশের, বিতর্ক

পাকিস্তানের জার্সির সাথে মিল বাংলাদেশের, বিতর্ক

আর কয়েকদিন পরেই ক্রিকেট বিশ্বকাপ। যে সমস্ত দলগুলির বিশ্বকাপে অংশগ্রহণ করবে তারা ইতিমধ্যেই দল ঘোষণা থেকে শুরু করে কি ধরনের জার্সি পড়ে বিশ্বকাপে খেলবেন তা প্রকাশ পাচ্ছে। এমন সময় বিতর্ক দেখা গেল বাংলাদেশে। শের-ই-বাংলা স্টেডিয়ামে সবুজ রঙের যে নতুন জার্সি তুলে দেওয়া হয় অধিনায়ক মাশরাফির হাতে তাতেই শুরু হয়েছে বিতর্ক। তার কারণ পাকিস্তানের জার্সির সাথে বাংলাদেশের জার্সির সামঞ্জস্য খুঁজে পাচ্ছেন বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা। বিতর্ক ক্রমশ মাত্রাছাড়া হচ্ছে দেখে আসরে নামেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিশ্বকাপে পাক দলের জার্সির সঙ্গে বাংলাদেশের জার্সিকে এভাবে মেলানো ঠিক নয়। সবুজ বাংলাদেশের জাতীয় পতাকার রং। এই সবুজের মধ্যে লাল রং দিয়ে বাংলাদেশ লেখা হয়েছিল। আইসিসির আপত্তির কারণে তা পরিবর্তন করে সাদায় লেখা হয়েছে৷ এপ্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন বলেন, বাংলাদেশ লেখা আছে। টাইগারের ছবি যেখানে আছে, তারপরেও কেউ যদি বাংলাদেশের বদলে পাকিস্তান মনে করে, তাহলে তার পাকিস্তানেই থাকা উচিত। তবে তুমুল বিতর্কে এর কারণে পরিবর্তন হবে জার্সির রং। নতুন সবুজ জার্সিতে একটি লাল প্যাচ থাকবে। আর দেশের নাম সাদা রঙেই লেখা থাকবে।