Home বিদেশ Pakistan Hamas: পাকিস্তান আটকাবে ইজরায়েল যুদ্ধ! হামাস বড় ফেভার চাইল ইসলামাবাদের থেকে

Pakistan Hamas: পাকিস্তান আটকাবে ইজরায়েল যুদ্ধ! হামাস বড় ফেভার চাইল ইসলামাবাদের থেকে

Pakistan Hamas: পাকিস্তান আটকাবে ইজরায়েল যুদ্ধ! হামাস বড় ফেভার চাইল ইসলামাবাদের থেকে

[ad_1]

Pakistan Hamas: হামাস পাকিস্তানের কাছে সাহায্য চাইছে গাজাকে বাঁচানোর। নিজেদের মুসলিম বিশ্বের হত্তাকত্তা মনে করা পাকিস্তান হামাসের সাহায্য করবে আদৌ? ইজরায়েলকেই এই যুদ্ধে অস্ত্র পাঠিয়েছিল না পাকিস্তান? চরম দোটানায় পড়ে গেল ইসলামাবাদ দু নৌকায় পা দিয়ে চলা এবার বেরিয়ে যাবে পাকিস্তানের। মুখে স্বাধীন পালেস্তাইনের দাবি আর লুকিয়ে ইজরায়েলকে সাহায্য? হামাসই পাকিস্তানের এনে দাঁড় করালো এমন এক জায়গায় যা নিয়ে ইসলামাবাদের অন্দরে প্রেসার শুরু। এগিয়ে এলেও চাপ পিছিয়ে গেলে ভিতু বলা হবে পাকিস্তানকে। হামাসের দাবি পাকিস্তান এই যুদ্ধে এগিয়ে এলে ইজরায়েল এই যুদ্ধ থামাতে বাধ্য হবে। অনেকেই বলছেন হামাস কি সত্যি মূর্খের স্বর্গে বাস করে নাকি হামাস এই সুযোগে পাকিস্তানের পরীক্ষা নিতে চাইছে।

ঠিক কী বলা হয়েছে আগে সেটা জেনে নিন। হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার দাবি পাকিস্তানের শক্তি সংঘাত থামাতে পারে। এর মানে তিনি মনে করেন ইসলামাবাদ এগিয়ে এলে গাজার ওপর ইজরায়েলের এই হামলা বন্ধ হবে। ধর্মীয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তেল আভিভের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ এনেছেন হামাসের শীর্ষ নেতা। এখন প্রশ্ন উঠছে পাকিস্তানের এ নিয়ে কী মতামত? ইজরায়েলের সঙ্গে কোনও কূটনৈতিক সম্পর্ক নেই পাকিস্তানের এমন কি ইজরায়েলকে তো দেশ বলেই মানে না ইসলামাবাদ। তবে এখানে মাথায় রাখতে হবে এবারের ইজরায়েলর হামাস যুদ্ধে পাকিস্তান কিন্তু খুব সতর্কভাবে এগিয়েছে। ৭ অক্টোবর ইজরায়েলের ওপর হামাস হামলা করতেই পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী আনওয়ার ইব্রাহিম টু্ইট করে বলেন এই ঘটনা হৃদয়বিদারক তিনি ইজরায়েলের নাগরিকদের নিরাপত্তা কামনা করছেন এবং সেই সঙ্গে টু স্টেট সলিউশন বা দ্বিরাষ্ট্র সমাধান নীতি কথাও উল্লেখ করেন। টু স্টেট সলিউশন বা দ্বিরাষ্ট্র সমাধান নীতির কথা ভারত ও আমেরিকা উভয়ই বলে এসেছে বারবার।

এর মানে প্যালেস্টাইনদের পক্ষ নেওয়া সত্ত্বেও পাকিস্তান একবারও বলেনি আমরা হামাসের পাশে রয়েছি এই যুদ্ধে দরকার পড়লে আমরা সাহায্য করব। একইসঙ্গে পাক বিদেশমন্ত্রকের তরফ থেকে বলা হয় আমরা মধ্যপ্রাচ্যের সব অবস্থার ওপর নজর রাখছি। এক্ষেত্রে তখনই বিশেষজ্ঞদের দাবি ছিল অ্যান্ট ইজরায়েল পাকিস্তান এবার যেন অনেকটাই ঢিলে ছেড়ে দিল তাদের ইজরায়েলর বিরোধীতা। বরং এটাও শোনা গিয়েছে এই পাকিস্তান নাকি ব্রিটেন ও আমেরিকার অস্ত্র ইজরায়েলের রীতিমত সাপ্লাই করছে। রিপোর্ট বলছে ১৫৫ মিমির শেল ইজরায়েলকে বিক্রি করছে পাকিস্তান তথ্য ছিল বাহারাইন থেকে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে থাকা নুর খান বেসে আসছে সিক্রেট বিমান যা সেখান থেকে ওমান হয়ে সাইপ্রাসে রওনা হয়েছে। সাইপ্রাসে রয়েছে ব্রিটিশ এয়ার ফোর্সের আন্তর্জাতিক আক্রোটিরি বেস। আর এগজ্যাক্টলি সেখান থেকেই ইজরায়েলের কাছে অস্ত্র পৌছচ্ছে। তাহলে মুসলিমদের নিয়ে মুসলিম বিশ্বকে নিয়ে বড় বড় কথা বলা পাকিস্তান এবার হামাসের আবেদনে সাড়া দেবে কি?হামাসের পাকিস্তানকে দরকার পাকিস্তান কি সাহায্য করতে আসবে? কি উত্তর আসবে সেটাই দেখার।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here