Home বিদেশ Pakistan India UNSC TTP Attack: টিটিপির ধারে বিপর্যস্ত পাকিস্তান, দায় চাপাচ্ছে ভারতের উপর! নালিশ জাতিসংঘে

Pakistan India UNSC TTP Attack: টিটিপির ধারে বিপর্যস্ত পাকিস্তান, দায় চাপাচ্ছে ভারতের উপর! নালিশ জাতিসংঘে

Pakistan India UNSC TTP Attack: টিটিপির ধারে বিপর্যস্ত পাকিস্তান, দায় চাপাচ্ছে ভারতের উপর! নালিশ জাতিসংঘে

[ad_1]

Pakistan India UNSC TTP Attack: ঘুম উড়েছে পাকিস্তানের। দেশটা ধীরে ধীরে বিপর্যস্ত হয়ে পড়ছে। আর তার দায় চাপাচ্ছে ভারতের উপর। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নালিশ ঠুকেও কোন লাভ নেই। পাকিস্তান এখন ভুগছে টিটিপির আতঙ্কে।

‘নবভারত টাইমস’ এর রিপোর্ট অনুযায়ী,পাকিস্তান সরকার তেহরিক-ই-তালেবান বা টিটিপি সন্ত্রাসীদের কারণে আতঙ্কে রয়েছে। যারা পাকিস্তানি সেনাবাহিনীর উপর একের পর এক ভয়াবহ হামলা চালাচ্ছে। এই TTP সন্ত্রাসীদের নিয়ে জাতিসংঘে ভারতের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করেছে পাকিস্তান। তাও আবার যখন পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিজেই এ জন্য তালেবানদের হুমকি দিয়েছেন। পাকিস্তান আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জানিয়েছে যে তাদের কাছে ‘স্পষ্ট প্রমাণ’ রয়েছে, টিটিপিকে নাকি তাদের প্রধান শত্রু দ্বারা সমর্থন করা হচ্ছে। পাকিস্তান ভারতের নাম না নিলেও তা সম্পূর্ণরূপে নয়াদিল্লির দিকেই ইঙ্গিত করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তানের রাষ্ট্রদূত মুনির আকরাম নাম না নিয়ে অভিযোগ করেন, ভারত টিটিপিকে পাকিস্তানি ঘাঁটিতে হামলার সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছে। হামলা চলছে সেনাবাহিনী এবং অন্যান্য স্থাপনায়। বুধবার নিরাপত্তা পরিষদে আফগানিস্তান সংক্রান্ত জাতিসংঘের একটি প্রতিবেদন নিয়ে আলোচনার সময় পাকিস্তান এই দাবি করে। ডনের প্রতিবেদনে বলা হয়েছে, আকরাম ভারতের নাম নেননি তবে তার পুরো উল্লেখ ছিল ভারতের দিকে। এর আগেও, পাকিস্তান ভারতের বিরুদ্ধে অভিযোগ করে আসছে যে তারা আফগানিস্তানের সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে সমর্থন করে যারা পাকিস্তান সীমান্তের ভিতরে সন্ত্রাসী হামলা চালায়। আফগানিস্তানে জাতিসংঘ মিশনের সহকারী রোজা ওতুবায়েভা বলেছেন, আফগানিস্তান থেকে উদ্ভূত সন্ত্রাসবাদ নিয়ে আঞ্চলিক দেশগুলো উদ্বিগ্ন। তিনি আরও বলেন, তালেবান টিটিপি নিয়ন্ত্রণে কোনো দৃঢ় প্রয়াস করেনি। পাকিস্তান নিরাপত্তা পরিষদে আবেদন করে জানিয়েছে, টিটিপি হামলায় পাকিস্তানি সেনাবাহিনীর ব্যাপক ক্ষতি হচ্ছে। মুনির আকরাম বলেন, ‘এসব হামলায় আমরা আমাদের হাজার হাজার সেনা ও বেসামরিক নাগরিককে হারিয়েছি। এটি সারা বছর এবং গত সপ্তাহেও ঘটেছে।’

সম্প্রতি, TTP-এর সাথে মিত্র সন্ত্রাসী গোষ্ঠীর একটি ভয়াবহ হামলায় ২৪ জন পাকিস্তানি সেনা সৈন্য নিহত হয়েছিল। আকরামের কথায়, টিটিপির কাছে মারাত্মক আমেরিকান অস্ত্র রয়েছে যা তারা আফগানিস্তানে রেখে গেছে। পাকিস্তান সরকার ক্রমাগত তালেবানদের হুমকি দিচ্ছে কিন্তু তাতে কোনো প্রভাব পড়ছে না। শুধু তাই নয়, চীন ও রাশিয়া পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করলেও তালেবানরা টিটিপির কাছে মাথা নত করতে প্রস্তুত নয়। এক্ষেত্রে বলে রাখা ভালো, ভারতকে নিয়ে পাকিস্তানের এহেন অযৌক্তিক এবং ভিত্তিহীন অভিযোগ নতুন নয়। এর আগে বহুবার করেছে। কিন্তু আদতে কোন লাভ হয়নি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here