Home আপডেট Panchayat Samiti: TMC–র টিকিটে নলহাটি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হলেন টোটো চালক

Panchayat Samiti: TMC–র টিকিটে নলহাটি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হলেন টোটো চালক

Panchayat Samiti: TMC–র টিকিটে নলহাটি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হলেন টোটো চালক

[ad_1]

বীরভূমের নলহাটি ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হলেন একজন টোটোচালক। এরপরেই আলোড়ন পড়ে গিয়েছে বীরভূমের রাজনীতিতে। সদ্য কর্মাধ্যক্ষ হওয়া ওই টোটো চালকের নাম উজ্জ্বল লেট। তিনি বীরভূমের শিমলান্দি মণিপুর অনন্তনাগ এলাকা থেকে তৃণমূলের টিকিট লড়ে জয়ী হয়েছেন। টোটো চালিয়েই মঙ্গলবার তিনি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পদের শপথ গ্রহণ করতে যান রামপুরহাটে। টোটোয় দলীয় পতাকা লাগিয়ে রামপুরহাটে পৌঁছন তিনি।

আরও পড়ুন: হাবিবপুরে ভোটদান থেকে বিরত থাকল সিপিএম, পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করল বিজেপি

জানা গিয়েছে, উজ্জলের পরিবারের রয়েছেন মা, ঠাকুমা, স্ত্রী এবং দুই মেয়ে। দীর্ঘ পাঁচ বছর ধরেই টোটো চালিয়ে সংসার চালিয়ে আসছেন উজ্জ্বল। এবার রাজ্যের শাসক দলের টিকেট পেয়ে পঞ্চায়েত সমিতিতে ভোটে দাঁড়িয়েছিলেন উজ্জ্বল। নির্বাচনের ফল প্রকাশের পরেই দেখা যায় তিনি জয়ী হয়েছেন। বিদ্যুৎ ও শিক্ষা দফতরের কর্মাধ্যক্ষ নির্বাচিত করা হয়েছে তাঁকে। এদিন কর্মাধ্যক্ষ হওয়ার পরেই তিনি মানুষের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। তবে তিনি টোটো চালানো ছাড়বেন না বলেই জানিয়েছেন। রাজনীতি করার পর যেটুকু সময় পাবেন তিনি টোটো চালাবেন বলেই জানিয়ে দিয়েছেন। উজ্জ্বল জানান, মানুষের সুবিধা অসুবিধায় যতটা সম্ভব তিনি পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। একই সঙ্গে তিনি টোটো চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন। তিনি জানান, তিনি যতটুকু সময় পাবেন টোটো চালাবেন। তবে দল যে দায়িত্ব তাঁকে দেবে সেটাই তো তিনি মাথা পেতে পালন করবেন। তাছাড়া দলের সিদ্ধান্ত তিনি মেনে চলবেন। 

সমাজের এই স্তরের মানুষের রাজনীতিতে আসার বিষয়টি এই প্রথম নয়। এর আগে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাঁকুড়া সালতোড়া থেকে বিজেপির টিকিটে জয়ী হয়ে বিধায়ক হয়েছিলেন চন্দনা বাউড়ি। আগে তিনি রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করতেন। সেখান থেকে একেবারে রাজনীতিতে এসে জয়লাভের পরে রাজ্য রাজনীতিতে ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছিল। খবরের শিরোনামে ছিলেন তিনি। শুধু তাই নয়, বাঁকুড়ার রাস্তা মেরামতের কাজেও তাঁকে নামতে দেখা গিয়েছে। আর এবার বীরভূমে এক টোটো চালক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হওয়ায় আলোড়ন পড়ে গিয়েছে। টোটো চালিয়ে তিনি যেভাবে শপথ নিতে গিয়েছেন তাতে অনেকেরই নজরে এসেছেন। উজ্জ্বল আগামী দিনে মানুষের পাশে থেকে মানুষের হয়ে তিনি কাজ করে যাবেন বলে জানিয়েছেন।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here