Home আপডেট Parliament Security Breach: উত্তাল সংসদে আজ সাসপেন্ড ৪৯ জন সাংসদ, তিন দিনে সাসপেন্ড ১৪১ !

Parliament Security Breach: উত্তাল সংসদে আজ সাসপেন্ড ৪৯ জন সাংসদ, তিন দিনে সাসপেন্ড ১৪১ !

Parliament Security Breach: উত্তাল সংসদে আজ সাসপেন্ড ৪৯ জন সাংসদ, তিন দিনে সাসপেন্ড ১৪১ !

[ad_1]

।। ।।

Parliament Security Breach: আজও উত্তপ্ত লোকসভা। আজ নতুন করে লোকসভার আরও ৪৯ জন সাংসদকে সাসপেন্ড করা হল। সংসদে হট্টগোলের জেরে মঙ্গলবারও লোকসভায় ৪৯ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করলেন স্পিকার ওম বিড়লা। সাসপেন্ড হওয়া সাংসদদের মধ্যে রয়েছেন শশী থারুর, ফারুক আবদুল্লা, সুপ্রিয়া সুলে, ডিম্পল যাদব, কীর্তি চিদম্বরম। আজ অধিবেশনের শুরু থেকেই উত্তপ্ত হয়ে ওঠে লোকসভা এবং রাজ্যসভা। উভয়কক্ষের বিরোধী সাংসদরা বিক্ষোভ দেখাতে শুরু করেন প্ল্যাকার্ড নিয়ে, তুলতে থাকেন ঘন ঘন স্লোগান। এদিন নতুন করে ৪৯ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। ফলে মোট সাসপেন্ড হওয়া সাংসদের সংখ্যা ১৪১। যা এক নজিরবিহীন ঘটনা বলে মনে করা হচ্ছে। গতকালই মাত্র ১ ঘন্টার মধ্যে দুই কক্ষ থেকে সাসপেন্ড হয়েছিলেন ৭৮ জন বিরোধী সাংসদ।

উল্লেখ্য, সংসদের দুই কক্ষে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতির দাবিতে বিক্ষোভ দেখান বিরোধী দলের সাংসদরা। এই নিয়ে শুরু হয় তুমুল হই হট্টগোল। দফায় দফায় মুলতুবি হয় লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন। গতকালের সাসপেনশনের পর বাংলার মুখ্যমন্ত্রী প্রতিক্রিয়া দিয়ে জানিয়েছিলেন, ‘সংসদে যা হচ্ছে না কাঙ্খিত নয়। আমি ভাগ্যবান যে, আমি সাংসদ নই এখন। এ তো দেখছি পুরো পার্লামেন্ট সাসপেন্ড হওয়ার মতো অবস্থা। স্বৈরতন্ত্র চলছে।’ গতকালকের পর আজকেও জারি গণ সাসপেনশনের ধারা। আজও ৪৯ জন সংসদ সাসপেন্ড হয়েছেন। এর ফলে গোটা শীতকালীন অধিবেশনেই আর থাকতে পারবেন না সাসপেন্ড হওয়া জনপ্রতিনিধিরা।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here