Home আপডেট Patha Sathi Motel: বাংলার হাইওয়ের ধারে মোটেল তৈরি করবে Appejay গ্রুপ, বাইপাসে- দিঘাতেও চোখ ধাঁধানো হোটেল

Patha Sathi Motel: বাংলার হাইওয়ের ধারে মোটেল তৈরি করবে Appejay গ্রুপ, বাইপাসে- দিঘাতেও চোখ ধাঁধানো হোটেল

Patha Sathi Motel: বাংলার হাইওয়ের ধারে মোটেল তৈরি করবে Appejay গ্রুপ, বাইপাসে- দিঘাতেও চোখ ধাঁধানো হোটেল

[ad_1]

বাংলা জুড়ে পথসাথী মোটেল তৈরি করবে আপিজে সুরেন্দ্র পার্ক হোটেল গ্রুপ। ইএম বাইপাসেও তৈরি হবে হোটেল। সেই সঙ্গে দিঘাতেও তৈরি হবে Apeejay গ্রুপের হোটেল। খবর টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে। 

বর্তমানে বাংলায় তাদের চারটি হোটেল রয়েছে। তার মধ্য়ে অন্য়তম হল দ্য পার্ক। এবার  বাংলা জুড়ে একের পর এক চোখ ধাঁধানো হোটেল তৈরি করবে এই গ্রুপ।

গ্রুপের চেয়ারপার্সন প্রিয়া পাল টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন, পথসাথী মোটেল তৈরির জন্য তারা পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। গোটা রাজ্যে প্রাথমিকভাবে ৯টি জায়গায় এই ধরনের মোটেল তৈরি করবেন না। তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই ২-৩ মাস আগে তাঁরা কার্শিয়াংয়ে ও নন্দকুমারে হোটেল তৈরি করেছে। 

তিনি জানিয়েছেন ওই মোটেলে ব্যাঙ্কোয়েট হল সহ বিভিন্ন ধরনের রুম থাকবে। 

তিনি ওই সংবাদমাধ্যমে জানিয়েছেন, ২-৩টি থেকে ১০-১২টি করে রুম থাকবে। তবে সেটা অবস্থানের উপর নির্ভর করছে। মূলত হাইওয়ে দিয়ে অনেকে জার্নি করেন।  তাদের জন্য খাবার সহ নানা ধরনের পরিকাঠামো করা দরকার। তাদের এটা প্রয়োজন। সেটাই করা হবে। 

এদিকে বাইপাসের হোটেল সম্পর্কে তিনি জানিয়েছেন, অম্বুজা নেওটিয়া ও আপিজে গ্রুপের মধ্যে যৌথ উদ্যোগে এটা করা হবে। হোটেল ছাড়াও সার্ভিস অ্য়াপার্টমেন্টও করা হবে।

সেই সঙ্গেই বাংলা যে এবার হোটেল ব্যবসার ক্ষেত্রে বড় মার্কেট সেটাই উল্লেখ করা হয়েছে। এদিকে কলকাতার পার্ক হোটেল নিঃসন্দেহে বিরাট হোটেল। এখানে আবাসিক প্রায় সবসময়ই পূর্ণ থাকে। ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে এখানে ৯৯ শতাংশ পূর্ণ ছিল। 

গোটা বাংলা জুড়ে তৈরি হবে একের পর এক হোটেল। তৈরি হবে ঝা চকচকে মোটেল। চোখ ধাঁধানো সেই মোটেল। স্থান ও পরিকাঠামো অনুসারে ঘরের সংখ্য়া থাকবে। স্বাচ্ছন্দ্যের জন্য যাবতীয় ব্যবস্থা থাকবে। সেই সঙ্গেই কলকাতার বাইপাসের ধারেও তৈরি হবে হোটেল। সব মিলিয়ে হোটেল ব্যবসায় এবার বিরাট বিনিয়োগ হচ্ছে বাংলায়। 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here