Home আপডেট বড় ঘোষণা কেন্দ্রেরঃ ১৮ বছরের উর্দ্ধে সকল নাগরিককে বিনামূল্যে টীকা দেওয়া হবে, চালু থাকবে বিনামূল্যে রেশন

বড় ঘোষণা কেন্দ্রেরঃ ১৮ বছরের উর্দ্ধে সকল নাগরিককে বিনামূল্যে টীকা দেওয়া হবে, চালু থাকবে বিনামূল্যে রেশন

বড় ঘোষণা কেন্দ্রেরঃ ১৮ বছরের উর্দ্ধে সকল নাগরিককে বিনামূল্যে টীকা দেওয়া হবে, চালু থাকবে বিনামূল্যে রেশন

করোনার সঙ্গে লড়াইয়ে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর। বিনামূল্যে সমস্ত রাজ্যকে টিকা দেওয়ার কথা ঘোষণা করলেন নরেন্দ্র মোদি। করোনার ভ্যাকসিন নীতি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াতেই চাপে পড়ে আজ এই সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। এদিন তিনি জানিয়েছেন, ‘১ জুন  থেকে ১৮ ঊর্ধ্বদের জন্য রাজ্যগুলিকে বিনামূল্যে টিকা দেবে কেন্দ্র। রাজ্যগুলিকে টিকা কিনে দেবে কেন্দ্র। বেসরকারি হাসপাতালগুলি টিকা পিছু ১৫০ টাকা পরিষেবা কর নিতে পারবে। রাজ্যগুলি জানিয়েছে, এই প্রক্রিয়া রাজ্যের উপর ছে়ড়ে দেওয়া হোক। নানারকম প্রশ্ন ওঠে। কেন্দ্রের উপর চাপ তৈরি হয়, সংবাদমাধ্যমের মাধ্যমে একটা প্রচার চলে। রাজ্য সরকার যদি নিজের মতো কাজ করতে চায়, তা হলে কেন্দ্রীয় সরকার কেন এত দায়িত্বে নেবে? সেই কারণেই রাজ্য সরকারকে দায়িত্ব দেওয়া হয়। ১ মে থেকে ২৫ শতাংশ কাজ রাজ্যের কাছে যায়। কাজ সম্পূর্ণ করতে চেষ্টাও করে রাজ্য। এত বড় কাজে কত সমস্যা আসতে পারে, রাজ্যগুলি বুঝতে পারে।’

পাশাপাশি, গত লকডাউনে টানা ছমাস বিনামূল্যে রেশন দিয়েছিল কেন্দ্রের মোদি সরকার। দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার সময় চলতি বছরের মে ও জুন মাসে বিনামূল্যে রেশন  বিলির ঘোষণা করেছিল আগেই। এবার বিনামূল্যে রেশন দেওয়ার সেই মেয়াদ আরও বাড়াল কেন্দ্র।

সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, দিপাবলি অর্থাৎ নভেম্বর মাস পর্যন্ত দেশের ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হবে। এর ফলে দেশের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত সম্প্রদায়ের প্রচুর মানুষ উপকৃত হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এদিন প্রধানমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মেয়াদ দিপাবলি অবধি বাড়ানো হল। ৮০ কোটি দরিদ্র মানুষ এই প্রকল্পের সুবিধা পাবেন।” উল্লেখ্য, এ রাজ্যে বিনামূল্যে রেশন দেওয়ার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।