Home আপডেট Pneumonia in China: ভারত হাই অ্যালার্টে! ফিরছে কঠিন নিয়ম ? কোন নতুন ভাইরাস থেকে ছড়াচ্ছে নিউমোনিয়া

Pneumonia in China: ভারত হাই অ্যালার্টে! ফিরছে কঠিন নিয়ম ? কোন নতুন ভাইরাস থেকে ছড়াচ্ছে নিউমোনিয়া

Pneumonia in China: ভারত হাই অ্যালার্টে! ফিরছে কঠিন নিয়ম ? কোন নতুন ভাইরাস থেকে ছড়াচ্ছে নিউমোনিয়া

[ad_1]

Pneumonia in China: আচ্ছা ধরুন বাড়ির বাইরে পা রাখলেই আপনাকে আবার কতগুলো কঠিন নিয়মের মধ্যে ফেলে দেওয়া হবে। আইসোলেশন, কোয়ারেন্টাইন এইসব শব্দগুলো আবারো ফিরে আসবে? চীন সীমান্তে কড়া ডোজ ভারতের। ভারত ডিরেক্ট হাই অ্যালার্টে চলে যাচ্ছে। কোভিডের রিপিট? নাকি অন্য কিছু? চীনের রহস্যময় নিউমোনিয়ার ঢেউ, জোড় ধাক্কা ভারতের ৬ রাজ্যে। কোন কোন রাজ্য রয়েছে সেই তালিকায়? চীন থেকে হু হু করে ছড়াচ্ছে এটা কি নতুন কোনো ভাইরাস?বাংলার সিচুয়েশন টা ঠিক কী? টেনশন তো একটু বাড়ছেই।

চীনের আতঙ্কে ভারত ছয়লাপ? শ্বাসকষ্ট হলেই সাবধান!
ভয় পাবেন না, ভারতের এক্স্যাক্ট পরিস্থিতিটা আগে জানুন
চীনের ‘রহস্যময় নিউমোনিয়া’ নিয়ে কেন্দ্র আগেই সতর্ক করে নির্দেশিকা জারি করেছিল। এবার নড়েচড়ে বসল ছয় রাজ্যও। স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখার নির্দেশ দিল রাজস্থান, কর্নাটক, গুজরাত, উত্তরাখণ্ড, হরিয়ানা এবং তামিলনাড়ু সরকার। শ্বাসকষ্ট নিয়ে রোগী ভর্তি হলে চিকিৎসার কী ব্যবস্থা রয়েছে, হাসপাতাল এবং স্বাস্থ্যকর্মীদের তা শীঘ্রই জানাতে বলা হয়েছে। তবে, চীনের নিউমোনিয়ার সঙ্গে মরসুমি ফ্লুকে গুলিয়ে ফেলবেন না।
কর্নাটকের স্বাস্থ্য দফতর নাগরিকদের মরসুমি ফ্লুয়ের বিষয়েও সতর্ক করেছে।

এই রোগের উপসর্গ কী, হলে কী করা উচিত এবং উচিত নয়, তা জানিয়ে নির্দেশিকাও দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, হাঁচি, কাশির সময় নাক, মুখ চাপা দিতে হবে। বার বার হাত ধুতে হবে। ভিড় জায়গায় মাস্ক পরতে হবে।
মুখে হাত দেওয়া চলবে না। রাজস্থান সরকার নির্দেশিকা দিয়ে জানিয়েছে, স্বাস্থ্য কর্মীদের নজর রাখা উচিত এবং সংক্রমণ রোখার বিষয়ে সতর্ক হওয়া উচিত। হাসপাতালে শিশু বিভাগ এবং মেডিসিন বিভাগকেও প্রস্তুত থাকার কথা বলেছে। গুজরাতের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, কোভিড অতিমারির সময় স্বাস্থ্য পরিষেবা উন্নত করা হয়েছে। চিনের পরিস্থিতি দেখে আগেভাগেই সেই পরিষেবা জোরদার করা হয়েছে। স্বাস্থ্য দফতরকেও নজর রাখতে বলা হয়েছে।

আর উত্তরাখণ্ড? এখানে তিনটে জেলা চামোলি, উত্তরকাশী, পিথোরাগড় চীন সীমান্তে রয়েছে। সেক্ষেত্রে রিস্ক আছে। তাই, সেইসব জেলার প্রশাসনকে সতর্ক করেছে সরকার। পাশাপাশি শ্বাসকষ্টে আক্রান্ত রোগীদের উপর নজর রাখতে বলা হয়েছে স্বাস্থ্য কর্মীদের। হরিয়ানা সরকারও জানিয়েছে, শ্বাসকষ্ট নিয়ে কোনও রোগী হাসপাতালে ভর্তি হলে প্রশাসনকে জানাতে হবে? একই নির্দেশ দিয়েছে তামিলনাড়ু সরকার। স্বাস্থ্য দফতরকেও সতর্ক হতে বলা হয়েছে।

এখনও পর্যন্ত কোনও শিশুর নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে কেন্দ্র বিষয়টাকে হালকাভাবে দেখছে না। চীনে যে ‘রহস্যময় নিউমোনিয়া’ ছড়িয়ে পড়েছে, তার কোনও লক্ষণ ভারতে দেখা গেলেই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার কথাও বলা হয়েছে। কোনও ভাবেই রোগ যাতে ছড়িয়ে না পড়ে, তা-ও দেখতে বলা হয়েছে। একইসঙ্গে এও জানিয়েছে, এই নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। সাবধানে থাকুন, সতর্ক থাকুন।

 

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here