Home বিদেশ POK ছেড়ে চীন পালাচ্ছে! বালোচরা বদলা নিল, মোদী দেখছেন

POK ছেড়ে চীন পালাচ্ছে! বালোচরা বদলা নিল, মোদী দেখছেন

POK ছেড়ে চীন পালাচ্ছে! বালোচরা বদলা নিল, মোদী দেখছেন

[ad_1]

চীন বালুচিস্তান থেকে রীতিমত পালাচ্ছে কী ঘটে গেল? পাকিস্তানকে জোড়া হুঁশিয়ারি দিল ক্ষুব্ধ বেজিং চীনা ইঞ্জিনিয়াররা বালুচিস্তানে আর এক মূহুর্ত থাকতে রাজী নয়। দিল্লির বড় লাভ বালোচ বিদ্রোহীরা যা করে দিল তাতে শ্রীলঙ্কা-নেপাল যা করতে পারল না বালুচিস্তান একা করে দেখালো। জিনপিংয়ের বেল্ট অ্যান্ড রোড প্রজেক্টের খেল খতম তাহলে। বালোচিস্তান যা করে দেখিয়ে দিল তা দেখে অনেকের শেখা উচিত। চীনের ওপর ফের বড় হামলা বালোচ বিদ্রোহীদের। চীনের বুলেট প্রুফ গাড়িও আটকাতে পারল না সেই হামলা। বালোচিস্তান যেন ঠিক করেই নিয়েছে ভারতের আগেই তারা চীন ও পাকিস্তানকে একসঙ্গে বরবাদ করে দেবে। ঠিক কি ঘটেছে আর চীন কি বিবৃতি দিচ্ছে সেটা আগে জেনে নিন।

বালুচিস্তানের গোয়াদরে ১৩ অগাস্ট বালোচ বিদ্রোহীরা বড় হামলা করে দিয়েছে চীনা ওয়ার্কারদের ওপর পাক নিরাপত্তা বাহিনীরা বিআইআই প্রজেক্টে কাজ করা এই চীনা ওয়ার্করদের এসকর্ট করে নিয়ে যাচ্ছিল বুলেট প্রুফ গাড়িতে। সেই সময় রীতিমত হামলা শুরু হয়। তিনটি এসইউভি এবং একটি ভ্যান শামিল ছিল এই দলে এই সমস্ত গাড়িগুলি বুলেটপ্রুফ ছিল এবং এর মধ্যে ২৩ জন চিনা ইঞ্জিনিয়ার ছিলেন। হামলার সময় একটি আইডি বিস্ফোরণ হয় এবং ভ্যানের উপর গুলি চালানো হয় তাতে বুলেট প্রুফ গাড়ির কাচও ভেঙে যায় বলে খবর। গোটা ঘটনায় চীনের নাগরিকদের হতাহতের কোনও খবর নেই।  তবে এই ঘটনা কার্যত নাড়িয়ে রেখে দিয়েছে বেজিংকে৷ সেটা বোঝা যাচ্ছে পাকিস্তানের ওপর চীনের চোটপাট দেখে।

পাকিস্তানের স্বাধীনতার দিবসের মধ্যে বড় ওয়ার্নিং এল জিনপিংয়ের তাহলে কি এবার বেল্ট অ্যান্ড রোড প্রজেক্টের কাজ আটকে দেওয়া হবে? এমনটা হলে বলা যেতে পারে ভারতের অনেকটা কাজই বালোচরা করে দিলেন। কয়েকদিন আগেই বালোচিস্তানের নির্বাসিত প্রধানমন্ত্রী নায়েলা কাদরি ভারতে এসে রীতিমত তাদেরকে সাহায্য চেয়ে গিয়েছিলেন। দিল্লির তরফ থেকে তার কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি ঠিকই কিন্তু ভারত কোনও স্টেপ নেওয়ার আগেই বালোচিস্তান নিজেই বড় পদক্ষেপ নিয়ে নিল। কারণ তারা চীন-পাকিস্তানের অত্যাচারে তিতিবিরক্ত। পাকিস্তানেক মিডিয়া রিপোর্ট অনুযায়ী বালুচিস্তান লিবারেশন আর্মি নামে একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন এই হামলার দায় স্বীকার করেছে। আগেই বালোচরা বারবার বলেছে তাদের এলাকায় মহিলাদের ওপর অকথ্য অত্যাচার চালাচ্ছে চীন। এছাড়াও তাদের এলাকা থেকে বহুমূল্যবান রিসোর্সের চুরি করা হচ্ছে। চীনের তরফ থেকে কি হুঁশিয়ারি দেওয়া হল পাকিস্তানকে? পাকিস্তান স্থিত চীনা দূতাবাসের দাবি সমস্ত চীনা ইঞ্জিনিয়ারদের নিরাপদস্থানে সুরক্ষিতভাবে পৌঁছনো হোক।‌ চীনা দূতাবাসের এবং চীনা মহাবাণিজ্য দূতাবাসের তরফে রবিবার এই বয়ান জারি করা হয়েছে এবং হামলার কড়া নিন্দা করা হয়েছে। বয়ানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে পাকিস্তানকে চিনা নাগরিকদের সুরক্ষা দেওয়ার কাজটি পাকিস্তানকে সুনিশ্চিত করতে হবে। কিন্তু বালোচরা থাকতে সেটা কি এত জলদি সম্ভব?

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here