Home আপডেট POK নিয়ে বাড়াবাড়ি চিনের! SCO গ্রুপ থেকে বেরিয়ে যেতে পারে ভারত?

POK নিয়ে বাড়াবাড়ি চিনের! SCO গ্রুপ থেকে বেরিয়ে যেতে পারে ভারত?

POK নিয়ে বাড়াবাড়ি চিনের! SCO গ্রুপ থেকে বেরিয়ে যেতে পারে ভারত?

[ad_1]

পাক সেনারা শীঘ্রই POK খালি করুক হুমকি ভারতের। এবার কাশ্মীর নিয়ে চিনের জোরালো প্রতিক্রিয়া দিল। SCO গ্রুপ থেকে কি এবার বেরিয়ে যাবে ভারত? আফগানিস্তান লাভের গুড় খেয়ে নিল মাঝখান থেকে।

চিনের বিদেশমন্ত্রী কিন গ্যাং গোয়ায় বৈঠক সেরে চটজলদি উড়ে গেলেন পাকিস্তানে। পাকিস্তানের মাটিতেই ভারতের বিরুদ্ধে তৈরি হল নয়া ষড়যন্ত্র? POK থেকে পাক আর্মিদের সরান, POK খালি করুন। ভারতের হুঁশিয়ারির জবাব পাকিস্তান দিল না দিল চিন। কূটনৈতিক মহলের অনেকেই বলছেন এবার ভারতের আর উচিত হবে SCO গ্রুপে থাকাটা? এদিকে আফগানিস্তান নয়া দিল্লির ওপর বাড়িয়ে দিল চাপ। বেজিংয়ের বেল্ট অ্যান্ড (BRI) রোড প্রকল্পের অংশ হতে চলেছে আফগানিস্তান। বেল্ট অ্যান্ড রোড বা BRI প্রকল্প হল পুরনো সিল্ক রুটের আদলে তৈরি হওয়া এশিয়া থেকে ইউরোপ-আফ্রিকা পর্যন্ত বাণিজ্য পথ। উদ্বেগের কারণ এই রুটের একটা অংশ পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে দিয়ে গিয়েছে। এর মানে এবার POK নিয়ে এবার চিনও রীতিমত ভারতের ওপর চড়াও হবে৷

বিশেষজ্ঞদের দাবি, ভারত চিনকে এক্ষেত্রে প্রকাশ্যে গুরুত্ব দেবে না। ২০১৭ থেকে SCO সামিট সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্পূর্ণ সদস্য ভারত। কিন্তু তাতে ভারতের লাভের লাভ কি কিছু হয়েছে? খেয়াল করে দেখুন‌‌ প্রত্যেকবারের মতো এবারও কিন্তু SCOতে উঠে এল একটাই গুরুত্বপূর্ণ ইস্যু সেটা হল কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের দ্বন্দ্ব জেনে রাখুন SCOই একমাত্র এমন একটা গ্রুপ যেখানে ভারত ও পাকিস্তান একসঙ্গে রয়েছে। পাকিস্তান ও চিন আফগানিস্তানকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে। নেপথ্যে শুধুই কি মানবিকতা নাকি অন্য কারণও রয়েছে। ইতালিও বলছে তারা বেল্ট অ্য়ান্ড (BRI) রোড প্রকল্পকে রিনিউ করতে চায়। কিন্তু তাদের একটু সময় লাগবে। ভারত কিন্তু এইসব বিষয়ে চোখকান খোলা রেখেছে৷

SCOতে মূলত রয়েছে আফগানিস্তান, তাজাকিস্তান, উজবেকিস্তানের মতো মধ্য এশিয়ার দেশগুলো। দেশগুলোর সঙ্গে সম্পর্ক মজবুত রাখার জন্যই ভারত রয়েছে SCOতে। তবে এই গ্রুপ ছেড়ে বেরিয়ে এলে কি এই দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক ভালো থাকবে না? এসসিওর লোগাটা ভালো করে দেখলে বুঝবেন কোথায় ভারতের ম্যাপ দেখতে পাবেন না। রাশিয়া রয়েছে চিন রয়েছে কিন্তু ভারত নেই। এমনকি এই গ্রুপের দুটো প্রধান ভাষা রাশিয়ান ও চাইনিজ ভারত বহুবার বলেছে ইংলিশ যোগ করতে কিন্তু দুটো দেশ একেবারেই মানে নি। এই অবস্থায় ভারত সত্যিই কতদিন এই গ্রুপে থাকবে তা নিয়ে সন্দেহ রয়েছে তবে চিন কাশ্মীর নিয়ে বেশি উঠেপড়ে লাগলে ভারতও যে পাল্টা দেবে তা চোখ বন্ধ করে বলা যায়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here