Home আপডেট Police beaten: চাকরি চেয়ে স্টিল কারখানার সামনে বিক্ষোভ, রঘুনাথপুরে আহত IC সহ একাধিক পুলিশ

Police beaten: চাকরি চেয়ে স্টিল কারখানার সামনে বিক্ষোভ, রঘুনাথপুরে আহত IC সহ একাধিক পুলিশ

Police beaten: চাকরি চেয়ে স্টিল কারখানার সামনে বিক্ষোভ, রঘুনাথপুরে আহত IC সহ একাধিক পুলিশ

[ad_1]

একটি কারখানার নির্মাণ কাজকে কেন্দ্র করে বিক্ষোভ, আর সেই বিক্ষোভকে ঘিরে রণক্ষেত্রে পরিণত হল পুরুলিয়ার রঘুনাথপুর থানা এলাকার লছমনপুর গ্রাম। পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি করে বিক্ষোভকারীরা। শুধু তাই নয় লাঠি দিয়ে পুলিশের উপর হামলা চালান গ্রামবাসীরা। ঘটনার জেরে রঘুনাথপুর থানার আইসি সহ বেশ কয়েকজন পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন। রঘুনাথপুর থানার আইসি অর্ঘ্য মণ্ডলকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় একটি পুলিশ পিকেট বসানো হয়েছে। ঘটনায় ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: ক্রিকেট নিয়ে বচসার জেরে মুম্বই পুলিশের কনস্টেবলকে ধাওয়া করে খুন, গ্রেফতার ৪

জানা গিয়েছে, লছমনপুর গ্রামের কাছে একটি বেসরকারি স্টিল প্রস্তুতকারক কারখানার কাজ চলছে। সেখানে কাজের দাবিতে মঙ্গলবার সকালে বিক্ষোভ করেন স্থানীয়রা। তাদের দাবি, অবিলম্বে সেখানে কাজ দিতে হবে। দীর্ঘদিন ধরেই কাজের দাবি জানিয়ে আসছে গ্রামবাসী এবং জমি হারাদের সংগঠন। কিন্তু তা সত্বেও তাদের সঙ্গে কোনও বৈঠক করেনি কারখানা কর্তৃপক্ষ। তার জেরেই এদিন কারখানার গেট আটকে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। বিক্ষোভের জেরে কারখানায় কোনও শ্রমিককে ঢুকতে দেওয়া হয়নি। শতাধিক পুরুষ মহিলা কারখানার মূলগেট অবরোধ করে বিক্ষোভ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তবে পুলিশকে উদ্দেশ্য করে ইট পাথর ছাড়া হয়। পাশাপাশি লাঠি দিয়েও হামলা চালানো হয়। তাতে আহত হন আইসি। খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন জেলার অতিরিক্ত পুলিশ সুপার অম্লানকুসুম ঘোষ। এরপর ওই গ্রামে অভিযান চালিয়ে পুরুষ মহিলা সহ ১৫ জনকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য, সম্পূর্ণ অনৈতিকভাবে কারখানা গেট বন্ধ রেখে বিক্ষোভ করা হচ্ছিল। সেই বিষয়টি প্রশাসনকে জানানোর পরে প্রশাসন ব্যবস্থা নিয়েছে। পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কারখানার গেট আটকে বিক্ষোভ করা হয়েছিল। ঘটনায় পুলিশকে আক্রমণ করা হয়। বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন। পরে অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। আহত পুলিশ কর্মীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here