Home আপডেট Police Transfer: তৃণমূল নেতাদের বিরুদ্ধে গণধর্ষণের ধারা যুক্ত হতেই সন্দেশখালিতে বদলি পুলিশকর্তা

Police Transfer: তৃণমূল নেতাদের বিরুদ্ধে গণধর্ষণের ধারা যুক্ত হতেই সন্দেশখালিতে বদলি পুলিশকর্তা

Police Transfer: তৃণমূল নেতাদের বিরুদ্ধে গণধর্ষণের ধারা যুক্ত হতেই সন্দেশখালিতে বদলি পুলিশকর্তা

[ad_1]

সন্দেশখালি কাণ্ডে লাগাতার চাপের মুখে শনিবার ২ তৃণমূল নেতা উত্তম সরদার ও শিবু হাজরার বিরুদ্ধে গণধর্ষণ ও খুনের চেষ্টার মামলা রুজু করেছে পুলিশ। এক মহিলার জবানবন্দির ভিত্তিতে শনিবার বসিরহাট আদালতে এই ২ ধারা যোগের আবেদন জানায় পুলিশ। সন্ধ্যায় জানা যায়, সেই আবেদন মঞ্জুর হয়েছে। আর ২ তৃণমূল নেতার বিরুদ্ধে গুরুতর ধারা যুক্ত হতেই বদলি হয়ে গেলেন বারাসত রেঞ্জের ডিআইজি সুমিত কুমার। যাঁকে সন্দেখালিকাণ্ডে বিভিন্ন ঘটনার তদন্তে নেতৃত্ব দিতে দেখা গিয়েছিল? প্রশ্ন উঠছে, রাজধর্ম পালন করতেই কি রাজরোষে পড়লেন এই পুলিশ আধিকারিক। যদিও নবান্নের তরফে জানানো হয়েছে, এটি রুটিন বদলি।

আরও পড়ুন: ছুড়ে ফেলা হয়নি, পড়ে গিয়েছে, ৭ দিন পর সন্দেশখালি গিয়ে বলল রাজ্য শিশু কমিশন

শনিবার বিকেলে জানা যায়, বদলি হয়েছেন বারাসত রেঞ্জের ডিআইজি সুমিত কুমার। তাঁকে ডিআইজি নিরাপত্তা নামে নতুন একটি পদ তৈরি করে সেখানে পাঠানো হয়েছে। তাঁর জায়গায় এসেছেন উত্তর ২৪ পরগনার প্রাক্তন পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়। কিছুদিন আগেই ভাস্করবাবুকে মালদা রেঞ্জের ডিআইজি পদে পাঠিয়েছিল নবান্ন। ওদিকে এডিজি ট্রাফিক সুপ্রতীম সরকারকে এডিজি দক্ষিণবঙ্গ করা হয়েছে।

আরও পড়ুন: গ্রেফতারের সাড়ে ৩ মাস পর জোড়া দফতর হারালেন বালু, কার হাতে গেল দায়িত্ব

তৃণমূল নেতাদের বিরুদ্ধে গণধর্ষণের মামলা যুক্ত হতেই সুমিত কুমারের অপসারণে উঠছে একাধিক প্রশ্ন। শনিবার বসিরহাট আদালতে ম্যজিস্ট্রেটের সামনে গোপন জবানবন্দি দেন নির্যাতিতা মহিলা। বিরোধীদের প্রশ্ন, তাঁর আদালতে পৌঁছনো রুখতে না পেরেই   কি শাস্তির মুখে পড়তে হল সুমিত কুমারকে। না কি অবাঙালি এই IPSএর ওপর আর ভরসা করতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার? তাই তাঁর জায়গায় আনা হল বাঙালি IPSকে? যদিও নবান্ন সূত্রে দাবি করা হয়েছে, রুটিন বদলি করা হয়েছে সুমিত কুমারকে। কিন্তু সেই যুক্তিও ধোপে টিকছে না। তাহলে এত কম দিনের মধ্যে ভাস্করবাবুকে কেন মালদা থেকে বারাসতে আনা হল, উঠছে সেই প্রশ্ন।

 

 

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here