Home বিদেশ Priyanka Chopra: ‘মেট গালা ২০২৩’-এর রেড কার্পেটে ১১.৬ ক্যারাট হিরের নেকলেস, প্রিয়ঙ্কার গয়নার দাম জানেন?

Priyanka Chopra: ‘মেট গালা ২০২৩’-এর রেড কার্পেটে ১১.৬ ক্যারাট হিরের নেকলেস, প্রিয়ঙ্কার গয়নার দাম জানেন?

Priyanka Chopra: ‘মেট গালা ২০২৩’-এর রেড কার্পেটে ১১.৬ ক্যারাট হিরের নেকলেস, প্রিয়ঙ্কার গয়নার দাম জানেন?

মুম্বই: দেশের মাটি হোক বিদেশের অনুষ্ঠান। যে কোনও গ্ল্যামারাস অনুষ্ঠানে (glamourous event), তাঁর ঝকঝকে উপস্থিতি অত্যন্ত চেনা। তিনি প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)। ভারতীয় সময় অনুযায়ী, আজই অনুষ্ঠিত হল ‘মেট গালা ২০২৩’ (Met Gala 2023)। রেড কার্পেটে এবারও নজর কাড়লেন পিগি চপস। তবে এবার সবকিছুর মধ্যেও ঝলমল করল তাঁর নেকলেস (necklace)। বলিউড তারকা এদিনের ইভেন্টে গলায় তুলেছিলেন ১১.৬ ক্যারাট হিরের নেকলেস। ইতালির লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড ‘বুলগারি’ (Bulgari) থেকে আনানো হয়েছে এই বিশেষ গয়না। যার দাম শুনলে চোখ কপালে উঠতে বাধ্য। 

‘মেট গালা ২০২৩’-এ নজরকাড়া নেকলেসে প্রিয়ঙ্কা চোপড়া

প্রত্যেক বছরের মতো এবারও ‘মেট গালা ২০২৩’-এর লাল গালিচায় নজর কাড়লেন প্রিয়ঙ্কা চোপড়া। তার মধ্যে অবশ্যই ঝলমল করল তাঁর গলায় হিরের নেকলেস। ইতালির বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড ‘বুলগারি’র ১১.৬ ক্যারাট হিরের নেকলেস ওটি। তবে এই নেকলেসের ঔজ্জ্বল্যের থেকেও বেশি নজর কেড়েছে গয়নার দাম। যা শুনলে চোখ কপালে উঠতে পারে আপনারও। 

আজকের ‘মেট গালা ২০২৩’ অনুষ্ঠানের পর ভাইরাল হয়েছে একটি ট্যুইট। যদি সেই ট্যুইটের দাবি সঠিক হয়, তাহলে প্রিয়ঙ্কা চোপড়ার পরা হিরের ওই স্টেটমেন্ট নেকলেসের দাম ২৫ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার মূল্য দাঁড়ায় প্রায় ২০৪ কোটি টাকা। ট্যুইটে লেখা হয়, ‘ওঁর ২৫ মিলিয়ন মার্কিন ডলারের বুলগারির নেকলেস মেট গাল

র পর পাঠানো হবে নিলামে।’

প্রসঙ্গত, এদিন ‘মেট গালা’র রেড কার্পেটে প্রিয়ঙ্কা চোপড়াকে দেখা যায় চোখ ধাঁধানো ‘থাই-স্লিট’ কালো গাউন পরে। জনপ্রিয় ডিজাইনার ভ্যালেন্টিনোর (Valentino) পোশাকে সেজেছিলেন তিনি। উল্লেখ্য বিষয়, এই গাউনে ঝলমলে প্রিয়ঙ্কার চোপড়ার প্রবেশ হতেই রেড কার্পেটের চারপাশে উপস্থিত দর্শক ফেটে পড়ে চিৎকারে। প্রশংসার বন্যায় ভাসেন ভারতীয় তারকা। অভিনেত্রীর সঙ্গে অবশ্যই ছিলেন তাঁর স্বামী, মার্কিনি পপ তারকা নিক জোনাস। হাতে হাত রেখে অনুষ্ঠানের প্রবেশ করেন তারকা দম্পতি, রেড কার্পেটে একসঙ্গে পোজও দেন।

আরও পড়ুন: Fennel Seeds: ওজন কমাতে কীভাবে সাহায্য করে মৌরী? রোজের মেনুতে উপকরণ রাখলে আর কী কী উপকার পাবেন?

কর্মক্ষেত্রে, আপাতত সদ্য মুক্তিপ্রাপ্ত আমেরিকান ওয়েব সিরিজ ‘সিটাডেল’-এর কারণে শিরোনামে রয়েছেন পিগি চপস। অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিরিজ বেশ প্রশংসিতও হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here