Home আপডেট Priyanka Gandhi: জমি কেলেঙ্কারিতে নাম জড়াল কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর, চাপ বাড়ল কংগ্রেসের!

Priyanka Gandhi: জমি কেলেঙ্কারিতে নাম জড়াল কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর, চাপ বাড়ল কংগ্রেসের!

Priyanka Gandhi: জমি কেলেঙ্কারিতে নাম জড়াল কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর, চাপ বাড়ল কংগ্রেসের!

[ad_1]

Priyanka Gandhi: লোকসভা নির্বাচনের আগে ইডির চার্জশিটে নাম অন্তর্ভুক্ত হল কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী বঢরার। জানা গেছে, দুর্নীতি হয়েছে একটি জমি কেনা-বেচাকে ঘিরে । প্রিয়ঙ্কা গান্ধীর নাম তাতেই জড়িয়ে পরে। ইডির দাবি অনুযায়ী, প্রিয়ঙ্কা ও তাঁর স্বামী রবার্ট বঢরা দিল্লির এক রিয়েল এস্টেট এজেন্ট এইচএল পাহার কাছ থেকে ৪০ একরের তিনটি কৃষিজমি কিনেছিলেন ২০০৬ সালে। সেই রিয়েল এস্টেট এজেন্টের কাছেই আবার ২০১০ সালে ওই জমি বিক্রি করে দেন। ইডির দাবি বেআইনি আর্থিক লেনদেন হয়েছে এই জমি কেনা-বেচা ঘিরেই। ২০২০ সালে ইডির পক্ষ থেকে দাবি করা হয়েছিল সঞ্জয় ভান্ডারি রবার্ট ভদ্রার ঘনিষ্ঠ সহযোগী।

ইডি সূত্রে খবর, চার্জশিটে সনিয়া-কন্যাকে অভিযুক্ত হিসাবে উল্লেখ করা হয়নি। অস্ত্র ব্যবসায়ী সঞ্জয় ভান্ডারির নামও বেআইনি আর্থিক লেনদেনে জড়িত। ওই ব্যবসায়ী বর্তমানে পলাতক। এও জানা গেছে, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ওই মামলায় দীর্ঘ জেরা করা হয়েছিল প্রিয়াঙ্কার স্বামী রবার্টকে। তবে কেন্দ্রীয় সংস্থাটি বিষয়টি নিয়ে এত দিন তদন্তের অগ্রগতির কোনও কথা জানায়নি । একাহার জানা গেছে, আর্থিক দুর্নীতি করে প্রাপ্ত অর্থ দিয়েই লন্ডনে সম্পত্তি কিনেছিলেন ভান্ডারি। সেই সম্পত্তিতেই বসবাস করতেন রবার্ট বঢরা।

উল্লেখ্য, ২০১৬ সালে সঞ্জয় ভান্ডারিকে ভারতে প্রত্যর্পণের অনুমতি দিয়েছিল ব্রিটিশ সরকার। আনন্দবাজার পত্রিকা অনলাইনে প্রকাশিত খবর অনুযায়ী, প্রসঙ্গত, গত লোকসভা ভোটের আগে লন্ডনের ওই বাড়ি নিয়ে রবার্ট ও তাঁর সচিবের কিছু ইমেলের আদান-প্রদানের ‘তথ্য’ প্রকাশ করেছিল নরেন্দ্র মোদীর সরকার। এদিকে লোকসভা ভোটের মুখে জমি কেলেঙ্কারি মামলায় চার্জশিটে প্রিয়াঙ্কা গান্ধীর নাম থাকায় চাপ বাড়বে কংগ্রেসে তাতে কোনও সন্দেহ নেই।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

[ad_2]

খবরটি “খবর ২৪ ঘন্টা” অ্যাপে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here